ভোটের গেরোয় থমকে চায়ের রপ্তানি

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে চায়ের রপ্তানি কমল, অনেকটাই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত যে চা পাঠায় তার পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে। ভারতের চায়ের কদর গোটা পৃথিবীতে থাকলেও এবার রপ্তানি কমেছে বলে জানা গিয়েছে। কলকাতায় টি বোর্ডের অফিস থেকে শুক্রবার বলা হয়েছে এ বছরের প্রথম দুমাসে চায়ের রপ্তানির পরিমাণ হয়েছে ৪১.৬০ মিলিয়ন কিলোগ্রাম। গত বছর সেই

imagesmissing

ভোটের গেরোয় থমকে চায়ের রপ্তানি

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে চায়ের রপ্তানি কমল, অনেকটাই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত যে চা পাঠায় তার পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে। ভারতের চায়ের কদর গোটা পৃথিবীতে থাকলেও এবার রপ্তানি কমেছে বলে জানা গিয়েছে।

কলকাতায় টি বোর্ডের অফিস থেকে শুক্রবার বলা হয়েছে এ বছরের প্রথম দুমাসে চায়ের রপ্তানির পরিমাণ হয়েছে ৪১.৬০ মিলিয়ন কিলোগ্রাম। গত বছর সেই পরিমাণ ছিল ৪৪. ৭২ মিলিয়ন কিলোগ্রাম। রাশিয়া সহ সিআইএস দেশ গুলির ক্ষেত্রে বছরের প্রথম দুমাসের মধ্যে রপ্তানি ২ মিলিয়নের বেশি কমেছে। ইরানে ২০১৮ সালের প্রথম দু’ মাসে রপ্তানি হওয়া চায়ের পরিমাণ ছিল ৫. ১৩ মিলিয়ন কিলোগ্রাম। সেটা অবশ্য বেড়ে হয়েছে ১১.৩৭ মিলিয়ন কিলোগ্রাম। বছরের প্রথম দুমাসের মধ্যে পাকিস্তানে রপ্তানি হওয়া চায়ের পরিমাণও কমেছে। আগের বছর রপ্তানি হওয়া চায়ের পরিমাণ ছিল ২.৬৮ মিলিয়ন কিলো সেটা কমে হয়েছে ২.৩৫ মিলিয়ন কিলোগ্রাম।

One Reply to “ভোটের গেরোয় থমকে চায়ের রপ্তানি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *