কলকাতা: চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় যখন তখন৷ করোনাকালে তো এর প্রয়োজনীয়তা আরও বেড়েছে৷ এক্ষেত্রে সুখবর রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য৷ নিজের চিকিৎসার জন্য যখন তখন আগাম এক লক্ষ টাকা তুলতে পারেন এই ফান্ড থেকেই। সম্প্রতি ইপিএফও-র তরফে জানানো হয়েছে, আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতলে ভর্তি হওয়ার ক্ষেত্রে দ্রুত এই টাকা পাওয়া যেতে পারে। এর জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে বিলের পরিমাণ জানানো বা অন্যান্য তথ্য দেওয়ারও প্রয়োজন পড়বে না৷
একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মারণ রোগের ক্ষেত্রে অনেক সময় রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। আর সব সময় সঙ্গে সঙ্গে টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়৷ বিশেষ করে করোনা পরিস্থিতিতে সব দিক মাথায় রেখেই কোভিড-সহ অন্যান্য রোগের ক্ষেত্রে রোগীকে চটজলদি চিকিৎসা পরিষেবার মধ্যে আনতে আগাম অর্থের ব্যবস্থা করতেই এই ব্যবস্থা করা হয়েছে। তবে এই টাকা পেতে রোগীকে অবশ্যই সরকার নথিভুক্ত কোনও হাসপাতালে ভর্তি করতে হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে পরিবারের তরফে বিল বিভাগে কথা বলে নিতে হবে, যাতে পরে রিএমবাসমেন্ট পাওয়া যায়।
রোগীর তরফে পরিবারের লোকেরাই চিঠি লিখে আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার পর, সর্বোচ্চ এক লক্ষ টাকা আগাম পাওয়া যেতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীর পরিবার দিনের দিনই এই অর্থ পেয়ে যেতে পারেন। এক লক্ষ টাকা অগ্রিম ছাড়াও, রোগীর পরিবার প্রয়োজনে অ্যাকাউন্ট থেকে আরও এক প্রস্থ টাকা পেতে পারেন। সেক্ষেত্রে আগাম অর্থের ডকুমেন্ট জমা দিয়ে বকেয়া অর্থের পরিমাণ জানাতে হবে। রোগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৪৫ দিনের মধ্যে ইপিএফওতে বিল জমা দিতে হবে। ইপিএফওর টাকা তোলার শর্ত, মহার্ঘ ভাতা হিসেবে সংস্থার তরফে ব্যক্তি যে টাকা তাঁর জন্য বরাদ্দ অথবা যে মূল্য ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন, তারই অংশ চিকিৎসার জন্য পাওয়া যাবে৷