১০ বছর পর ইপিএফ-এর মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে চলেছে কেন্দ্র!

নয়াদিল্লি: দশ বছর পর বাড়তে চলেছে পিএফের (ইপিএফ) মাস বেতনের ঊর্ধ্বসীমা৷ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে সূত্রের খবর।…

নয়াদিল্লি: দশ বছর পর বাড়তে চলেছে পিএফের (ইপিএফ) মাস বেতনের ঊর্ধ্বসীমা৷ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে সূত্রের খবর। ২০১৪ সালে শেষবার বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেবার সাড়ে ৬ হাজার টাকা থেকে মাসিক বেতন বেড়ে হয়েছিল ১৫ হাজার টাকা। এবার তা আরও বেড়ে ২৫ হাজার করা হতে পারে৷ শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নিয়ে দফায় দফায় শীর্ষ স্তরে বৈঠক হয়েছে। তবে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *