বিনা ইন্টারনেটেই করা যাবে ই-পেমেন্ট, নয়া উদ্যোগ আরবিআইয়ের

বিনা ইন্টারনেটেই করা যাবে ই-পেমেন্ট, নয়া উদ্যোগ আরবিআইয়ের

কলকাতা: নগদে লেনদেন কমাতে ডিজিটাল পেমেন্টের উপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ নোটবন্দির আমল থেকে ডিজিটাল পেমেন্টের মুখোমুখি হতে শুরু করেছিল গোটা দেশ৷ করোনা পরিস্থিতিতে ই-পেমেন্টের গুরুত্ব এক লাফে বহুগুণ বেড়ে গিয়েছে৷ এবার পরিবর্তীত পরিস্থিতির গুরুত্ব বুঝে ই-পেমেন্টে বড়সড় উদ্যোগ নিতে চলেছে আরবিআই৷

বর্তমান পরিস্থিতিতে ই-পেমেন্ট যাতে খুব সহজে করা যায়, তা নিশ্চিত করতে নতুন সুবিধা দিতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে যাতে ইন্টারনেট সংযোগের কোনও প্রয়োজন না হয়, তারও ব্যবস্থা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ গোটা প্রক্রিয়া দিনর আলো দেখাতে খাতায়-কলমে কাজ শুরু করে দিয়েছে আরবিআই৷ ইতিমধ্যেই তা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দু’টি পরিষেবা৷ নাম দেওয়া হয়েছে ‘ইরুপেয়া’ ও ‘প্যায়সে’৷ পরীক্ষামূলক ব্যবহারে সফল হলেই তা বাজারে আনা হবে বলে জানা গিয়েছে৷ এই দুই পরিষেবায় কোনও ইন্টারনেটের সংযোগ প্রয়োজন হবে না৷

ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেকেই কেনাকাটা করেন৷ এছাড়াও বাজারে রয়েছে বহু ই-পেমেন্টের সুবিধা৷ আরবিআইয়ের দাবি, এখনও বহু মানুষ আছেন, যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না৷ ব্যবহারের সুযোগও নেই৷ স্মার্ট নয় বহু ব্যবহারকারীর ফোন৷ ফলে, এই সমস্ত  ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইন্টারনেট ছাড়া পেমেন্ট করার সুযোগ দিতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *