ভারতে বুকে আছড়ে পড়বে ভয়ঙ্কর ‘এল নিনো’, জারি দুঃসময়ের পূর্বাভাস

নয়াদিল্লি: হাতে আর ক’টা মাত্র দিন! ১৫ থেকে ৪৫ দিনের মধ্যেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ‘এল নিনো’। আশঙ্কা, প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরু উপকূল এবং মহাসাগরের মধ্যাঞ্চলে তৈরি হওয়া সেই ‘এল নিনো’র জেরে এবছর ওলটপালট হয়ে যেতে পারে ভারতের বর্ষার মরসুম। কমে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ৷ হতে পারে ভয়াবহ খরা। যার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের

3 stocks recomended

ভারতে বুকে আছড়ে পড়বে ভয়ঙ্কর ‘এল নিনো’, জারি দুঃসময়ের পূর্বাভাস

নয়াদিল্লি: হাতে আর ক’টা মাত্র দিন! ১৫ থেকে ৪৫ দিনের মধ্যেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ‘এল নিনো’। আশঙ্কা, প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরু উপকূল এবং মহাসাগরের মধ্যাঞ্চলে তৈরি হওয়া সেই ‘এল নিনো’র জেরে এবছর ওলটপালট হয়ে যেতে পারে ভারতের বর্ষার মরসুম। কমে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ৷ হতে পারে ভয়াবহ খরা। যার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের ফসল উৎপাদন। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ বা ‘এসা’)-র উপগ্রহ ‘কোপার্নিকাস সেন্টিনেল-৩’-র পাঠানো তথ্য ও ছবি ওই দুঃসময়ের পূর্বাভাস দিয়েছে। ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)-এর দেওয়া তথ্য বলছে, আর দেড় মাসের মধ্যেই খুব শক্তিশালী এল নিনোর সম্ভাবনা ৭৫ থেকে ৮০ শতাংশ। আবহবিজ্ঞানীরা ইতিমধ্যেই টের পেয়েছেন, চিলি, পেরু-সহ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের জলস্তরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এ মাসের শেষে তা আরও শক্তিশালী আকার নেবে। এই ধরনের ভয়াবহ ‘এল নিনো’র জন্য এই শতাব্দীতে এর আগে ভারতকে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল, তিন বছর আগে। ২০১৫-য়। প্রচণ্ড খরায় শুকিয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের বহু এলাকা। সে বছর সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণও কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *