বিশ্ব বাজারকে পিছনে ফেলেছে ভারতের স্টক মার্কেট, সামনে সমীক্ষা রিপোর্ট

কলকাতা: ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্বের বাকি শেয়ার বাজারগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতের শেয়ার বাজার। যার নেপথ্যে রয়েছে দেশের খুচরো বিনিয়োগকারীরা। আজ সংসদে পেশ হওয়া অর্থনৈতিক…

কলকাতা: ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্বের বাকি শেয়ার বাজারগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতের শেয়ার বাজার। যার নেপথ্যে রয়েছে দেশের খুচরো বিনিয়োগকারীরা। আজ সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, ভারতীয় শেয়ার বাজারের কারণেই দেশের অর্থনীতিতে গতি এসেছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে সেনসেক্স প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পয়েছে। বর্তমানে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে৷

সমীক্ষায় আরও বলা হয়েছে, ‘‘ভারতীয় অর্থনীতি বর্তমানে শক্তিশালী এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও ভারতীয় অর্থনীতি স্থিতিশীলতা বজায় রয়েছে৷ ’’