April 2025: ঘটবে বড়সড় অর্থনৈতিক পরিবর্তন, যার প্রভাব পড়বে আপনার পকেটেও

নয়াদিল্লি: এপ্রিল ২০২৫ শুরু হতে চলেছে একাধিক বড় অর্থনৈতিক পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটেও। বাজেট ২০২৫-এ ঘোষণা করা কর ছাড়ের সুবিধাগুলো কার্যকর…

Economic Changes April 2025

নয়াদিল্লি: এপ্রিল ২০২৫ শুরু হতে চলেছে একাধিক বড় অর্থনৈতিক পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটেও। বাজেট ২০২৫-এ ঘোষণা করা কর ছাড়ের সুবিধাগুলো কার্যকর হবে ১ এপ্রিল থেকেই, পাশাপাশি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে, যা আপনার হোম লোনের ইএমআই-তে বড় পরিবর্তন আনবে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এপ্রিল মাসে আসা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনগুলো। (Economic Changes April 2025)

নতুন কর ব্যবস্থা: করের বোঝা কমবে Economic Changes April 2025

২০২৫ সালের ১ এপ্রিল থেকে পুরনো কর ব্যবস্থার জায়গায় চালু হতে যাচ্ছে নতুন, সহজ কর ব্যবস্থা। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ অর্থবছরে ৭২% করদাতা নতুন কর ব্যবস্থায় চলে গিয়েছেন এবং বাজেট ২০২৫-এর পরে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করবেন।

নতুন কর ব্যবস্থায়, ১২ লাখ টাকা বা তার কম আয় (বেতনভোগীদের ক্ষেত্রে ১২.৭৫ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন-এর কারণে) হলে কোনও কর দিতে হবে না, তবে রিটার্ন ফাইল করলে ৬০,০০০ টাকা পর্যন্ত রিবেট পাওয়া যাবে।

এছাড়া, যারা ২৪ লাখ টাকার বেশি আয় করেন, তাদের জন্যও নতুন কর ব্যবস্থা লাভজনক হবে। ৮০সি, ৮০ডি, ২৪বি এর মতো জনপ্রিয় ডিডাকশনগুলি এখন নতুন ব্যবস্থার তুলনায় যথেষ্ট নয়, অর্থাৎ পুরনো ব্যবস্থায় সুবিধা পাওয়ার জন্য অনেক বেশি ডিডাকশন দাবী করতে হবে।

আরবিআই কি সুদের হার কমাবে? Economic Changes April 2025

ফেব্রুয়ারিতে আরবিআই ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৬.২৫ শতাংশে নামিয়েছিল, যা প্রায় ৫ বছর পর প্রথম পরিবর্তন। এখন, অর্থনীতিবিদরা আশাবাদী যে, এপ্রিল মাসে আরবিআই আরও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাবে, যা সরাসরি প্রভাব ফেলবে ঋণের সুদের হারে।

যারা রেপো রেট লিঙ্কড লোন গ্রহণ করেছেন, তাদের সুদের হার কমে যাবে, ফলে তাদের মাসিক ইএমআই-তে সুবিধা পাবেন। নতুন ঋণগ্রহীতারাও উপকৃত হবেন, তবে কিছু বেসরকারি ব্যাংক এখনও পুরো সুবিধা দিচ্ছে না, জানাচ্ছে ব্যাংকবাজার।

নতুন ফান্ড অফারের জন্য সেবি’র কড়া নির্দেশনা Economic Changes April 2025

১ এপ্রিল ২০২৫ থেকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) নতুন ফান্ড অফারের (এনএফও) জন্য কঠোর নিয়ম জারি করেছে। ফান্ডগুলি ৩০ দিনের মধ্যে বিনিয়োগ করতে হবে, আর যদি সময়মতো বিনিয়োগ না হয়, তবে অতিরিক্ত ৩০ দিন সময় নেওয়ার সুযোগ থাকবে, তবে সেটা ইনভেস্টমেন্ট কমিটির অনুমোদন সাপেক্ষে।

এছাড়া, যদি ৬০ দিনের মধ্যে বিনিয়োগ না করা হয়, তবে সেবি নির্দেশ দিয়েছে যে, ওই ফান্ডে নতুন ইনফ্লো বন্ধ করতে হবে এবং বিনিয়োগকারীরা বিনামূল্যে তাদের টাকা তুলে নিতে পারবেন।

SIF: নতুন বিনিয়োগের সুযোগ Economic Changes April 2025

উচ্চ নিটওয়ার্থ (HNI) ব্যক্তিদের জন্য নতুন একটি বিনিয়োগের ক্যাটেগরি চালু হয়েছে – স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড (SIF)। এই ফান্ডগুলিতে ২৫ শতাংশ ডেরিভেটিভে বিনিয়োগের সুযোগ রয়েছে, যা সাধারণ মিউচুয়াল ফান্ডের তুলনায় একেবারে আলাদা। এই ফান্ডের মাধ্যমে নতুন স্ট্র্যাটেজি এবং সেক্টর রোটেশন ফান্ডেও বিনিয়োগ করা যাবে।

ডিজি লকারে বিনিয়োগের তথ্য সংরক্ষণ Economic Changes April 2025

এপ্রিল ১, ২০২৫ থেকে, বিনিয়োগকারীরা তাদের ডিম্যাট অ্যাকাউন্টের হোল্ডিং স্টেটমেন্ট এবং কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট (CAS) ডিজি লকারে সরাসরি সংরক্ষণ করতে পারবেন। এর মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগের তথ্য অ্যাক্সেস করতে পারবেন এবং অপ্রত্যক্ষ অ্যাকাউন্টের ঝামেলা কমবে।

এসবি আই কার্ডের রিওয়ার্ড পয়েন্ট স্ট্রাকচারে পরিবর্তন Economic Changes April 2025

এসবি আই কার্ডের রিওয়ার্ড পয়েন্ট স্ট্রাকচার ১ এপ্রিল থেকে কিছু পরিবর্তন আসছে। SimplyCLICK SBI কার্ডধারীরা এখন Swiggy-তে ৫X রিওয়ার্ড পয়েন্ট পাবেন, যা আগে ১০X ছিল। তবে Myntra, BookMyShow, Yatra, Cleartrip, এবং Apollo 24×7-এর সাথে লেনদেনের ক্ষেত্রে ১০X রিওয়ার্ড সুবিধা অপরিবর্তিত থাকবে।

অ্যাক্সিস ব্যাংক Vistara ক্রেডিট কার্ডের শর্তাবলী সংশোধন Economic Changes April 2025

Vistara এবং এয়ার ইন্ডিয়ার একীভূত হওয়ার পর, ১৮ এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাংক তাদের Vistara ক্রেডিট কার্ডের শর্তাবলী সংশোধন করছে। এর অংশ হিসেবে, এখন থেকে Vistara ক্রেডিট কার্ড রিনিউয়ালের জন্য আর বার্ষিক ফি নেওয়া হবে না, তবে কিছু পুরোনো সুবিধা যেমন মহারাজা ক্লাব সদস্যপদ এবং টিকিট ভাউচার বন্ধ করা হবে।

এপ্রিল ২০২৫ থেকে আসা এই পরিবর্তনগুলো আপনার আর্থিক পরিকল্পনাকে নতুনভাবে ঢেলে সাজাতে সাহায্য করতে পারে। তাই এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এখনই প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরি।

Business: April 2025 brings major economic changes in India, including tax relief from Budget 2025 and potential RBI interest rate cuts. Learn how these updates will affect home loans, EMIs, and financial planning.