টেন্ডার ছাড়াই কুলপি বন্দর গড়তে দুবাইয়ের সংস্থা বরাত রাজ্যের!

কলকাতা: কুলপি বন্দর প্রকল্পে ৩০০০ কোটি টাকা লগ্নি হবে৷ বৃহস্পতিবার নবান্নে এ কথা রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি জানান, দুবাইভিত্তিক বিপি ওয়ার্ল্ড এই কাজ করবে৷ নবান্ন সূত্রে খবর, বাম আমলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে টেন্ডার ছাড়াই দুবাইয়ের সংস্থা DP ওয়ার্ল্ডকে বন্দর তৈরির বরাত দিচ্ছে রাজ্য সরকার৷

3 stocks recomended

টেন্ডার ছাড়াই কুলপি বন্দর গড়তে দুবাইয়ের সংস্থা বরাত রাজ্যের!

কলকাতা: কুলপি বন্দর প্রকল্পে ৩০০০ কোটি টাকা লগ্নি হবে৷ বৃহস্পতিবার নবান্নে এ কথা রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি জানান, দুবাইভিত্তিক বিপি ওয়ার্ল্ড এই কাজ করবে৷ নবান্ন সূত্রে খবর, বাম আমলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে টেন্ডার ছাড়াই দুবাইয়ের সংস্থা DP ওয়ার্ল্ডকে বন্দর তৈরির বরাত দিচ্ছে রাজ্য সরকার৷

গত ৮ ফেব্রুয়ারি বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে -এর কুলপি বন্দর প্রকল্পে ৩০০০ কোটি টাকা বিনিয়োগের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ১৬ জানুয়ারি নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, তাজপুর গভীর সমুদ্র বন্দর করবে রাজ্যই৷ একই সঙ্গে কুলপি নদীতেও বন্দর করা হবে বলে৷ রাজ্য সরকার এই সংক্রান্ত ছাড়পত্র পেয়ে গিয়েছে৷ সাগরে বন্দরের খুব কাছে গড়ে ওঠা এই বন্দর লাভজনক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =