টানা ৩ দিন লাটে উঠবে ব্যাঙ্ক পরিষেবা, কীভাবে এড়াবেন বিপত্তি?

টানা ৩ দিন লাটে উঠবে ব্যাঙ্ক পরিষেবা, কীভাবে এড়াবেন বিপত্তি?

3 stocks recomended

কলকাতা: বেতন বৃদ্ধি-সহ ১২ দফা দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের নামছে কর্মী ও অফিসারদের সংগঠন৷ সরস্বতী পুজোর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকার পর আগামিকাল শুক্রবার ও পয়লা ফেব্রুয়ারি ব্যাঙ্ক কর্মীরা কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছেন৷ ফলে, তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷

গত ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কর্মী সংগঠনের কর্তা ব্যক্তিদের কেন্দ্রীয় মুখ্য শ্রম আধিকারিকের দফতরে তলব করা হয়৷ কিন্ত ওই দিনের আলোচনায় কোনও কর্মীদের দাবি সুষ্ঠু সমাধান হয়নি৷ তাই চলতি সপ্তাহের শেষ দুটি দিন কর্মবিরতির সিদ্ধান্তে অবিচল ব্যাঙ্কের কর্মীরা৷ আর তার জেরে লাটে উঠতে চলেছে এটিএম পরিষেবা৷ ফলে, মাস শেষ ও শুরুতে চূড়ান্ত সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা৷ 

জানা যাচ্ছে, আগামী মাসেও যদি তাদের সমস্যা এবং দাবিদাওয়া গুলির ওপর আলোকপাত করা না হয় তাহলে মার্চের ১১-১৩ তারিখ আবার লাগাতার কর্ম বিরতিতে নামবেন ব্যাঙ্ক কর্মীরা৷  এদিন ব্যাঙ্ক কর্মী সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাদের দাবি ন্যায় সঙ্গত৷ দাবিগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না৷ ব্যাঙ্ক কর্মীদের বেতন চুক্তির নিয়মানুসারে প্রতি ৫ বছর অন্তর কর্মী ও অফিসারদের বেতন কাঠামোয় পরিবর্তন আনা হবে৷ নিয়ম মাফিক সেই চুক্তির মেয়াদ ২০১৭ সালের অক্টোবরে শেষ হয়ে গিয়েছে৷ ওই বছরের নভেম্বর থেকে নতুন বেতনক্রম শুরু হয়ে যাওয়া উচিত৷ কিন্তু তা হয়নি৷ ফলে বেতন বৃদ্ধির দাবি দিনে দিনে জোরালো হয়ে উঠছে ক্ষোভ৷ ব্যাঙ্ক ধর্মঘটে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে জেনেও এই মুহূর্তে নিজেদের দাবিগুলিকে মর্যাদা দেওয়ার জন্য তাঁদের হাতে কর্ম বিরতি ছাড়া অন্য কোনো উপায় নেই বলে জানানো হয়েছে৷

এই ধর্মঘটের জেরে পেনশন তলা থেকে শুরু করে বেতন ঢোকা নিয়েও সমস্যায় পড়তে পারেন বহু গ্রাহক৷ এরপর ৩ ফেব্রুয়ারি ব্যাঙ্ক খুললেই বাড়বে ভিড়৷ ফলে, বিপত্তি এড়াতে আগামী তিন-চার দিনের মতো প্রয়োজনীয় টাকা তুলে রাখা ভালো বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 20 =