শেয়ার বাজারে করোনা আতঙ্ক, চিন-মার্কিন লড়াইয়ে ধস বাজারে

শেয়ার বাজারে করোনা আতঙ্ক, চিন-মার্কিন লড়াইয়ে ধস বাজারে

imagesmissing

মুম্বই:  শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  করোনা আতঙ্কের জেরে রেকর্ড পরিমাণ ধস নামে। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্সের পয়েন্ট কমতে থাকে।  

বিশ্বের বাজারে প্রভাবের জেরে এদিন রেকর্ড ১,০৮৩.৮৫ পয়েন্ট পড়ে সেনসেক্স। দিনের শুরুতে প্রায় হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৬৬১.৮১ পয়েন্টে। নিফটিও ৩১২ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৩২১.৩০ পয়েন্টে। ২০১১ সালের পর বিশ্বের বাজারে প্রভাবের জেরে একদিনে এমন রেকর্ড পতন হল ভারতীয় শেয়ার বাজারে। শেয়ার বাজার বিশেষজ্ঞরা এই দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসাবে চিহ্নিত করেছেন।

জার্মানি, জাপানের শেয়ার বাজারেও ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশের শেয়ার বাজারেই প্রভাব পড়েছে করোনা ভাইরাস আতঙ্কের।  বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কের জেরেই এই পতন বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের আশঙ্কা, করোনা ভাইরাসের প্রকোপ মহামারির আকার নিতে পারে। তাই তাঁরা বিভিন্ন প্রকল্প থেকে হাত গুটিয়ে নিচ্ছেন। তার জেরে বিশ্ব বাজারেও নজিরবিহীন পতন দেখা গেল। এছাড়াও রয়েছে চিন ও মার্কিন অর্থনৈতিক যুদ্ধ৷ আর জেরে টালমাটাল বাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *