৯৬ বছর বয়সী এই মশলা বিক্রেতার বার্ষিক আয় জানেন কত?

নয়াদিল্লি: তিনি মশলা বিক্রেতা৷ বয়স ৯৬ ছুঁইছুঁই৷ কিন্তু, তাতে কী! এখনও তাঁর রোজগার জানলে চমকে উঠবেন৷ কিছু না হলেও বছরে ২৫ কোটি টাকা উপার্জন করে চলেছেন মশলা প্রস্তুতকারী সংস্থা মহাশয়া দি হাত্তি (এমডিএইচ) গোষ্ঠীর কর্ণধার ধরম পাল গুলাটি৷ গত বছর তিনি বেতন পেয়েছেন ২৫ কোটি টাকা৷ যা এই মুহূর্তে দেশের ভোগ্যপণ্য সংস্থাগুলির মধ্যে সব থেকে

3 stocks recomended

৯৬ বছর বয়সী এই মশলা বিক্রেতার বার্ষিক আয় জানেন কত?

নয়াদিল্লি: তিনি মশলা বিক্রেতা৷ বয়স ৯৬ ছুঁইছুঁই৷ কিন্তু, তাতে কী! এখনও তাঁর রোজগার জানলে চমকে উঠবেন৷ কিছু না হলেও বছরে ২৫ কোটি টাকা উপার্জন করে চলেছেন মশলা প্রস্তুতকারী সংস্থা মহাশয়া দি হাত্তি (এমডিএইচ) গোষ্ঠীর কর্ণধার ধরম পাল গুলাটি৷

গত বছর তিনি বেতন পেয়েছেন ২৫ কোটি টাকা৷ যা এই মুহূর্তে দেশের ভোগ্যপণ্য সংস্থাগুলির মধ্যে সব থেকে বেশি৷ বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে তাঁর অবদানের কারণে ভারত সরকার সম্প্রতি তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে৷ ১৯২৩ সালের ২৭ মার্চ বর্তমান পাকিস্তানের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন ধরম পাল৷ দেশভাগের পর গুলাটি পরিবার মাত্র ১,৫০০ টাকা সম্বল করে এ দেশে চলে আসে৷ পঞ্চম শ্রেণির ছাত্র ধরম পালের বই-খাতার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়৷

পরিবারের কথা ভেবে ওই বয়সেই তাঁকে টাকা রোজগারের পথে নামতে হয়৷ ঘোড়ার গাড়ি চালিয়ে পরিবারকে আর্থিক সাহায্য করতে শুরু করেন ধরম পাল৷ পরে দিল্লির করোল বাগে আজমল খাঁ রোডে নিজস্ব মশলাপাতির দোকান খোলেন৷ সেই দোকান থেকে ব্যবসা বাড়তে বাড়তে আজ ভারত ও দুবাই মিলিয়ে মোট ১৮টি কারখানা এমডিএইচ-এর৷ গোটা বিশ্বে আজ এমডিএইচ-এর মশলা বিক্রির পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা৷ মোট ৬২টি পণ্য বিক্রি করে সংস্থাটি এবং উত্তর ভারতের মশলা বাজারের ৮০ শতাংশই এমডিএইচ-এর হাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =