এক টাকার কয়েন বানাতে সরকারের খরচ কত হয় জানেন?

নয়াদিল্লি: এক টাকার কয়েনের ছেঁকায় হাত পুড়ছে সরকারের! এমনিতে গত দু’দশকে এক টাকার কয়েনের বাজারমূল্য হু হু করে পড়েছে। গড়পরতা মানুষের উপলব্ধি, এক টাকায় কী-ই বা মেলে আজকাল! এ তো গেল বাজারমূল্য। আর উৎপাদন মূল্য? টাঁকশালের হাল-হকিকত কী? এক টাকার কয়েন বানাতে গিয়ে খরচ হচ্ছে কত? প্রশ্নের জবাব মিলেছে তথ্যাধিকার আইনে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার

3 stocks recomended

এক টাকার কয়েন বানাতে সরকারের খরচ কত হয় জানেন?

নয়াদিল্লি: এক টাকার কয়েনের ছেঁকায় হাত পুড়ছে সরকারের! এমনিতে গত দু’দশকে এক টাকার কয়েনের বাজারমূল্য হু হু করে পড়েছে। গড়পরতা মানুষের উপলব্ধি, এক টাকায় কী-ই বা মেলে আজকাল! এ তো গেল বাজারমূল্য। আর উৎপাদন মূল্য? টাঁকশালের হাল-হকিকত কী? এক টাকার কয়েন বানাতে গিয়ে খরচ হচ্ছে কত? প্রশ্নের জবাব মিলেছে তথ্যাধিকার আইনে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পেশ করা তথ্যে প্রকাশ, প্রতিটি এক টাকার কয়েন তৈরির গড় খরচ ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ এই এক টাকার কয়েনের উৎপাদন মূল্য তার নিজের বাজারমূল্যের থেকে ১১ পয়সা বেশি। তথ্যাধিকার আইনে করা প্রশ্নের ভিত্তিতে ভারত সরকারের দু’টি টাঁকশালের কয়েন-ফিরিস্তি প্রকাশ করা হয়েছে।  মুম্বই ও হায়দরাবাদের এই দু’টি টাঁকশালেই তৈরি হয় এক, দুই, পাঁচ ও ১০ টাকার কয়েন। মুম্বই টাঁকশালের দেওয়া হিসেব থেকে জানা গিয়েছে, আগের চার বছরের তুলনায় ২০১৮ সালে কয়েন তৈরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি কয়েন তৈরি হয়েছে ২০১৬-১৭ সালে। ওই বছর সামগ্রিকভাবে ২২০ কোটি ১০ লক্ষ কয়েন তৈরি হয়েছিল। ২০১৫-১৬ সালে তৈরি হয়েছিল ২১৫ কোটি ১০ লক্ষ কয়েন। পৃথকভাবে এক টাকার কয়েন তৈরির পরিমাণ গত বছরের তুলনায় এবার অনেকটাই কমেছে। গত বছর এক টাকার কয়েন তৈরি হয়েছিল ৯০ কোটি ৩০ লক্ষ। এবছর তা কমে হয়েছে ৬৩ কোটি।

কয়েনের ধরন প্রতিটির গড় খরচ (টাকায়)
এক টাকা কয়েনের গড় খরচ ১.১১
দু’টাকা কয়েনের গড় খরচ ১.২৮
পাঁচ টাকা কয়েনের গড় খরচ ৩.৬৯
দশ টাকা কয়েনের গড় খরচ ৫.৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =