Zerodha-য় অ্যাকাউন্ট থাকলে আজ রাতেই করুন এই কাজ

Zerodha-য় অ্যাকাউন্ট থাকলে আজ রাতেই করুন এই কাজ

3 stocks recomended

zerodha

কলকাতা: জেরোধা নতুন ঘোষণা করল এফএক্স ডেরিভেটিভ নিয়ে৷ আগেই জেরোধা ঘোষণা করে দিয়েছিল তবে এবার অনুমান করা হচ্ছে, অনেক সক্রিয় বিনিয়োগকারীই এবার বাজার ছাড়বেন। আসলে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, জেরোধা গ্রাহকদের ৫ এপ্রিলের আগে এফএক্স ডেরিভেটিভ পজিশন বন্ধ করতে বলেছে।জেরোধা-র অফিসিয়াল হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখা হয়েছে, “রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ব্যবসায়ীদের স্টক এক্সচেঞ্জে কারেন্সি ডেরিভেটিভগুলিতে ট্রেড করার জন্য অন্তর্নিহিত মুদ্রায় বিনিয়োগ করতে হবে। অনুগ্রহ করে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে চলুন এবং ২০২৪-এর ৫ এপ্রিলের আগে ওপেন পজিশন বন্ধ করুন। এছাড়া ২০২৪-এর ৪ এপ্রিল আপনি আপনার বর্তমান অবস্থান থেকে প্রস্থান করতে পারেন, কিন্তু মুদ্রায় নতুন অবস্থান নেওয়ার অনুমতি দেওয়া হবে না। বিনিয়োগকারীরা নতুন অবস্থান নিতে চাইলে ঘোষণাপত্র জমা দিতে হবে”৷ 

কী নিয়ম এনেছে RBI?
রিজার্ভ ব্যাঙ্ক নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বিস্তৃত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা জুন মাস থেকে বৈশ্বিক সূচকে দেশের বন্ড বাজারগুলিকে অন্তর্ভুক্ত করে রুপির ওঠানামা বন্ধ করেছে৷ আর আরবিআইয়ের এই নিয়ম আনার পরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জেরোধা। বিশেষজ্ঞরা বলছেন, কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেড করার জন্য বিদেশী মুদ্রায় অন্তর্নিহিত চুক্তিবদ্ধ এক্সপোজার থাকা বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে তারা অনুমান করছেন এই ঘোষণার ফলে সক্রিয় বিনিয়োগকারীদের অধিকাংশই বাজার থেকে বেরিয়ে যাবেন। ফলে প্রতিদিন ৫ বিলিয়ন ডলারে পৌঁছনোর সংখ্যা হ্রাস পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − five =