শেয়ারপিছু ১২০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা! কেনা আছে নাকি?

নয়াদিল্লি:  শেয়ার বাজারে বিশাল মুনাফার সুযোগ। বেশ কিছু শেয়ারে মিলছে মোটা লাভ৷ কোনও সংস্থা মুনাফা লাভ করলে, তাঁর একটা অংশ লভ্যাংশ বা ডিভিডেন্ড হিসেবে শেয়ার…

Heritage Food stock price fall

নয়াদিল্লি:  শেয়ার বাজারে বিশাল মুনাফার সুযোগ। বেশ কিছু শেয়ারে মিলছে মোটা লাভ৷ কোনও সংস্থা মুনাফা লাভ করলে, তাঁর একটা অংশ লভ্যাংশ বা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে থাকে। সেই অঙ্ক মিলিয়েই বিপুল অঙ্কের ডিভিডেন্ড দেবে হকিন্স কুকার।

কুকার প্রস্তুতকারী সংস্থা হকিন্স কুকার চতুর্থ ত্রৈমাসিকে বিপুল মুনাফা করার পরই রেকর্ড হারে ডিভিডেন্ড ঘোষণা করে। প্রতি শেয়ারে ১২০ টাকা হারে ডিভিডেন্ড দেওয়ার কথা জানিয়েছে হকিন্স। এর আগেও হকিন্স-এর শেয়ারহোল্ডাররা বিপুল ডিভিডেন্ড পেয়েছিলেন। সংস্থার শেয়ারহোল্ডারদের ১০০ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছিল। এই সংস্থার শেয়ারের ফেসভ্যালু বর্তমানে ১০ টাকা।

১০ টাকা ফেসভ্যালুর শেয়ারে ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। আগামী ৫ অগাস্ট সংস্থার সাধারণ সভায় জানানো হবে এই ডিভিডেন্ড কবে দেওয়া হবে৷ বলে রাখি, হকিন্স কুকারের স্টকে গত এক বছরে ১৯ শতাংশ রিটার্ন মিলেছে। বিগত দুই বছরের হিসেবে ৪৬ শতাংশ রিটার্ন এসেছে হকিন্সের স্টক থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *