ধনতেরাসে সোনা কিনতে চান? সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না জনতার

ধনতেরাসে সোনা কিনতে চান? সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না জনতার

3 stocks recomended

কলকাতা: পঞ্জিকা মতে শুক্রবার ধনতেরাস৷ সংসারের সমৃদ্ধি ফেরাতে সোনা-রুপো কেনার চল রয়েছে৷ কিন্তু, এবার করোনা পরিস্থিতি বদল দিয়েছে পরিস্থিতি৷ টান পড়েছে আমজনতার পকেটে৷ ফলে, ধনতেরাসে সোনা-রুপো কেনার ইচ্ছা থাকলেও সাধ্যে কুলোচ্ছে না৷ তার উপর চড়া সোনার দাম৷ দাম চড়লেও ধনতেরাসের আগে মধ্যবিত্তের জন্য কিছুটা সুখবর নিয়ে সোনার দাম৷

সোমবার কলকাতায় দশ গ্রাম পাকা সোনার যা দাম ছিল, বুধবার সেই অঙ্ক দু’হাজার টাকা কমেছে৷ সোনার দাম দু’হাজার টাকা কমলেও সাধারণ জনতার সাধ্যের বাইরে সোনার মূল্য৷ সোনার দাম কিছুটা কমায় হাসি ফুটেছে ক্রেতাদের মুখে৷ সোমবার দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৩২৬০ টাকা৷ বুধবার তা কমে দাঁড়িয়েছে ৫১৫৪০ টাকা৷ ২২ক্যারেট সোনার দাম ৫০ হাজারের দোরগোড়ায়৷ ফলে, করোনা আবহে আদৌ ৫০ হাজারি সোনা কেনা আদৌও সম্ভব কি না, তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা৷

স্বর্ণব্যবায়ীদের মতে, গত বছরের মতো এবছর বিক্রি না হতে পারে৷ গত কয়েক মাসে ব্যবসা খারাপ ছিল৷ তারপর এবারের পরিস্থিতি আরও খারাপ৷ গতবছরের ধনতেরাসের তুলনায় ব্যবসা অন্তত ৪০ শতাংশ কমাতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 15 =