নয়াদিল্লি: লাগামছাড়া দেশের মন্দা৷ তবুও, নেতা-মন্ত্রী-আমলাদের নতুন গাড়ি কেনার অনুমতি দিচ্ছে কেন্দ্র৷ মন্ত্রী-আধিকারিকদের নতুন গাড়ি কেনার নির্দেশিকা জারি করে নতুন গাড়ি কেনায় অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ৷
নতুন গাড়ি কেনার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে৷ নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা তুলে নিয়ে মন্ত্রী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷ কেন্দ্রের নয়া নির্দেশের জেরে এখন থেকে মন্ত্রী-আমলারা কম দামি গাড়ি কিনতে পারবেন৷ তবে এই নির্দেশিকা জারি করার পেছনে কেন্দ্রের যুক্তি, যেহেতু গাড়ি শিল্পের মন্দা দেখা দিয়েছে, তাই গাড়ি কেনার চল বাড়াতে এই পদক্ষেপ৷ তবে, সরকারি টাকায় এই গাড়ি কেনার ব্যবস্থা হবে না তো? এই নিয়েই উঠছে প্রশ্ন৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের অটোমোবাইল উৎপাদন শিল্পে আগস্টে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে ৪১.১ শতাংশ৷ ২০১৮ তুলনায় গাড়ি বিক্রি সংখ্যা কমেছে প্রায় দেড় লাখের কাছাকাছি৷ দু’চাকার গাড়ি বিক্রির হার কমেছে ২২.২ শতাংশ৷ গত ২০১৮ সালের নিরিখে এ বছর ১৫ লাখের কম গাড়ি বিক্রি হয়েছে বলেও জানানো হয়েছে৷ ধারাবাহিকভাবে গাড়ি বিক্রির ভাটা ও বিশ্ব অর্থনৈতিক মন্দার জেরে ইতিমধ্যেই উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ৷ গোটা দেশজুড়ে পাঁচটি উৎপাদন কেন্দ্রে মোট ৬০ দিন উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ উৎপাদনের তুলনায় চাহিদা কম থাকায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ উৎপাদন বন্ধ থাকার কারণে কর্মীদের বেতনের প্রভাব পড়তে চলেছে বলে সংস্থা সূত্রে খবর৷ কারণ উৎপাদন বন্ধ হলে শ্রমিকদের বেতন দেওয়া যাবে না বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷