ভারতের অর্থনীতি পঙ্গু করতে নয়া ছক দাউদের, অবশেষে পর্দাফাঁস

নয়াদিল্লি: অজ্ঞাতবাসে থেকেও ভারতের অর্থনীতিকে দুমড়ে-মুচড়ে শেষ করার নয়া ফন্দি করেছেন আন্ডারওয়ার্ল্ড জগতের সম্রাট দাউদ ইব্রাহিম৷ ভারতের বাজারে লটারি ব্যবসায়ী দেদার প্রতারণার পর এবার জালনোট পাচারে মাথা গলিয়েছে দাউদ৷ দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ জাল নোটে তদন্তে নেমে দিল্লি পুলিশের তদন্তকারী দল জানতে পেরেছে, পাকিস্তান থেকে ভারতে জাল নোট পাচার করছেন মাফিয়া ডন

3 stocks recomended

ভারতের অর্থনীতি পঙ্গু করতে নয়া ছক দাউদের, অবশেষে পর্দাফাঁস

নয়াদিল্লি: অজ্ঞাতবাসে থেকেও ভারতের অর্থনীতিকে দুমড়ে-মুচড়ে শেষ করার নয়া ফন্দি করেছেন আন্ডারওয়ার্ল্ড জগতের সম্রাট দাউদ ইব্রাহিম৷ ভারতের বাজারে লটারি ব্যবসায়ী দেদার প্রতারণার পর এবার জালনোট পাচারে মাথা গলিয়েছে দাউদ৷ দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷

জাল নোটে তদন্তে নেমে দিল্লি পুলিশের তদন্তকারী দল জানতে পেরেছে, পাকিস্তান থেকে ভারতে জাল নোট পাচার করছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম৷ কয়েক কোটি টাকার জাল নোট ইতিমধ্যেই দেশের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও আশঙ্কা পুলিশের৷

গত সপ্তাহে আলম আনসারি নামের এক নেপালের বাসিন্দাকে জেরা করে চাঞ্চল্যকর ঘটনার কথা জানতে পারে দিল্লি পুলিশ৷ ধৃত নেপালের বাসিন্দার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়৷ সেই সূত্রে ধরে তদন্তে নামে পুলিশ৷ তদন্তে দাউদ যোগের কথা কবুল করে নেন ধৃত নেপালের বাসিন্দা৷ পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, পাকিস্তান থেকে জাল নোট সংগ্রহ করে ভারত-নেপাল সীমান্তে তা পৌঁছে দেওয়া৷

পুলিশি জেরায় আনসারী জানিয়েছে, তার মূল কাজ ছিল, দাউদের থেকে ওই টাকা নেপালে একটি গোষ্টীর হাতে তা তুলে দেওয়া৷ জাল নোট পাচারে দাউদ ইব্রাহিমের গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত নোট বাতিলের পর পাচার চক্র বন্ধ হলেও ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে দাউদের গোষ্ঠী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =