নয়াদিল্লি: আগেই বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণ করার পথে হেঁটেছে কেন্দ্র৷ এবার গোটা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের বিভিন্ন ব্যাংককে এক ছাতার নিচে আনার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ গোটা দেশের ব্যাংকিং ব্যবস্থা ঢেলে সাজাতে আরও একবার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার৷ সমবায় ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংকের ছত্রছায়ায় আনার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
গোটা দেশজুড়ে শহরাঞ্চলের ১ হাজার ৪৮২ টি সমবায় বা কো-অপারেটিভ ব্যাংক রয়েছে৷ ৫৮টি মাল্টি স্টেট কো-অপারেটিভ ব্যাংক রয়েছে দেশে৷ সেই সরকারি ব্যাংকগুলি এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে আনার বিষয়ে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে অধ্যাদেশ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দেওয়ার পর অনুমোদনের জন্য তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ কেন্দ্রের দাবি, নয়া এই ব্যবস্থা কার্যকর করা হলে ৮.৬ কোটি গ্রাহকের ৪.৮৪ লক্ষ কোটি টাকার টাকা সুরক্ষিত হবে৷
ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় এতদিন সমবায় ব্যাংকগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ ছিল না সরকারের৷ আর তার জেরে সমবায়ের অন্দরে থেকে দুর্নীতির অভিযোগও উঠতে থাকে৷ নোট বন্দির আমলেও কোটি কোটি টাকা দুর্নীতিরও অভিযোগ ওঠে৷ সমবায়ের মাধ্যমে কালো টাকা, সাদা করার সহজ পন্থায় লাগাম টানতে কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷