পরিসংখ্যান নিয়ে বিতর্ক? এবার গোটা দপ্তরটাই তুলে দিচ্ছে সরকার

নয়াদিল্লি: মোদি সরকারের আমলে একাধিকবর, বেশ কিছু বিষয়ের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল৷ কখনও ভুল তথ্য, কখনও আবার অসম্পর্ণ তথ্য উঠে আসেছিল জাতীয় রাজনীতির ময়দানে৷ সেই নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার সেই বিতর্কের মূল উচ্ছেদ করতে জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা বা এনএসএসওকেই তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার৷ সূত্রের খবর, জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা বা এনএসএসওকে

3 stocks recomended

পরিসংখ্যান নিয়ে বিতর্ক? এবার গোটা দপ্তরটাই তুলে দিচ্ছে সরকার

নয়াদিল্লি: মোদি সরকারের আমলে একাধিকবর, বেশ কিছু বিষয়ের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল৷ কখনও ভুল তথ্য, কখনও আবার অসম্পর্ণ তথ্য উঠে আসেছিল জাতীয় রাজনীতির ময়দানে৷ সেই নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার সেই বিতর্কের মূল উচ্ছেদ করতে জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা বা এনএসএসওকেই তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার৷

সূত্রের খবর, জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা বা এনএসএসওকে মিশিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস সিএসও’র সঙ্গে৷ এই দুই সংস্থা মিলে তৈরি হবে জাতীয় পরিসংখ্যান অফিস বা এনএসও৷ পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীনে এই নতুন সংস্থা তৈরির সরকারি নির্দেশ জারি হয়েছে গত ২৩ মে৷ এনএসএসওর মতো আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন সংস্থার অবলুপ্তি উদ্বেগজনক বলে মনে করছে অর্থনীতিবিদ মহল৷ প্রশ্নের মুখে জাতীয় পরিসংখ্যান কমিশন বা এনএসসি৷

২০০৫ সালে এনএসসি গঠনের সময়ে স্পষ্টই বলা হয়েছিল এনএসএসও ও সিএসও দুটি পৃথক শাখা হিসাবে কাজ করবে৷ এখন এই দুই সংস্থাকে মিশিয়ে সরকারের পরিসংখ্যান মন্ত্রকের সঙ্গে যুক্ত করে দেওয়া হল৷ এনএসএসওর স্বাধীন সত্তাও কার্যত সরকারের নিয়ন্ত্রণ টানার প্রক্রিয়া শুরু হয়ে গেল৷  কর্মসংস্থান থেকে আয়-ব্যয়ের প্রবণতা, দারিদ্র থেকে সঞ্চয়, শিল্প উৎপাদন থেকে জমির ব্যবহার-সহ জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সর্বভারতীয় সমীক্ষা করত এই সংগঠন৷ ১৯৫০ সালে প্রশান্ত চন্দ্র মহলানবীশের হাত ধরে গড়ে ওঠা এই সংস্থা এখন অস্তমিত৷ সিএসওর সঙ্গে মিশিয়ে দিলে এনএসএসও অস্তিত্ব হারাবে বলেই আশঙ্কা পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eleven =