Aajbikel

সঞ্চয় বাড়াতে চান? 'উপবাস' কিন্তু জরুরি

 | 
সঞ্চয়

কলকাতা: বিশেষ বিশেষ পুজোর দিনে উপবাস করে পুজো-অর্চনা করাটা ধর্মীয় রীতি৷ তবে উপবাস শুধু ধর্মীয় কারণে নয়, শরীর সুস্থ রাখতেও উপবাস করা ভালো৷ এমনটা বিশেষজ্ঞরা বলে থাকেন৷ কিন্তু, সঞ্চয়ের অভ্যাস গড়তেও যে উপবাস অব্যর্থ সেটা কি জানতেন? অবাক হচ্ছেন তো৷ কিন্তু, এটাই সত্যি। সঞ্চয় বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি খরচের উপর রাশ টানতে না পারেন, তা হলে সঞ্চয় বাড়বে না। সপ্তাহে একদিন উপবাস করাটা যেমন যোগ ব্যায়ামরীতির অঙ্গ, তেমনই সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে খরচ কমানোর অভ্যাস করাটাও জরুরি৷ 

আরও পড়ুন- ছয় সংখ্যার হলমার্ক ছাড়া আর গয়না বিক্রি নয়, কবে থেকে লাগু হবে নিয়ম?

বিশেষজ্ঞরা বলছেন, দুই ধরনের মানুষ রয়েছেন৷ তাঁদের খরচের ধরনও ভিন্ন৷ একদল মানুষ আছেন যাঁরা মোবাইলে অ্যামাজনের মতো অনলাইন বাজারে সকাল থেকে ঘোরাফেরা করে৷ তাঁদের আঙুল অ্যাপ থেকে সরেই না। কাজের ফাঁকে টুক করে ঢুকে পড়েন অ্যামাজনের মতো অনলাইন শপিং সেন্টারে৷ কিনে ফেলেন ভালোলাগের জিনিস। আর আরও এক দল আছেন, যাঁরা আবার মলে ঢুকতে অভ্যস্ত৷ প্রয়োজন থাক বা না থাক, কিছু না কিছু কিনবেনই। প্রথম দল হলেন দৈনিক খরচে অভ্যস্ত, আর দ্বিতীয় দল হলেন সাপ্তাহিক খরচের নেশায় মত্ত। এই দুই দলের মানুষই তাঁদের ফ্ল্যাট ভরান এমন জিনিসে যা হয়তো তাঁরা সারা জীবনে একবারও খুলে দেখেননি। বা একবার ব্যবহার করেই তুলে রেখে দেন যত্ন করে৷ 

খরচ করাটাও কিন্তু একটা নেশা। এই নেশার হাত থেকে বাঁচতে হলে ‘উপবাসে’র পথে হাঁটতেই হবে। বিশেষজ্ঞদের কথায়, এর অর্থ হল সপ্তাহে অন্তত একদিন কোনও খরচ না করা। অতি প্রয়োজনীয় জিনিস বা পরিবহণের মতো কিছু খরচ ছাড়া, সপ্তাহের একটা দিন নিজেকে কেনাকাটা থেকে দূরে রাখুন। এটাই হবে আপনার সঞ্চয়ের ‘উপবাস’।

এর জন্য আপনাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। এতে খরচের আগাম পরিকল্পনা করার অভ্যাসটাও তৈরি হয়ে যাবে। ধীরে ধীরে প্রয়োজনের আর অপ্রযোজনের খরচের ফারাক করার অভ্যাসও তৈরি হবে। তখন দেখবেন মলে গিয়েও কিছু না কিনে ফিরে আসতে পারছেন৷ অনেকে আবার তালিকা নিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকেন। যত লোভই হোক না কেন, তালিকার বাইরে কিছু কিনবেন না। সেল থাকলেও কোনও পণ্য যদি আপনার কেনার তালিকায় না থাকে তা হলে কিনবেন না। এই অভ্যাস এখনই শুরু করে দিন৷ দেখবেন ধীরে ধীরে খরচ অনেকটাই কম হচ্ছে৷ 

Around The Web

Trending News

You May like