সেলিব্রিটিদের ঘুম উড়িয়ে লোকসভায় পাশ উপভোক্তা নিরাপত্তা ২০১৮ বিল

নয়াদিল্লি: প্রায় দু’বছর পর লোকসভায় পাশ হল উপভোক্তা নিরাপত্তা ২০১৮ বিল৷ ক্রেতা সুরক্ষা-সহ পণ্যের বিজ্ঞাপনের উপর লাগাম টানার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷ নয়া এই বিল কার্যকর হলে চূড়ান্ত বিপাকে পড়তে পারেন সেলিব্রিটিরা৷ কেননা, বিলে উল্লেখ রয়ছে, যে সেলিব্রিটিরা এই বিজ্ঞাপন করছেন, সেই পণ্য বা পরিষেবায় কোনও গলদ দেখা

3 stocks recomended

সেলিব্রিটিদের ঘুম উড়িয়ে লোকসভায় পাশ উপভোক্তা নিরাপত্তা ২০১৮ বিল

নয়াদিল্লি: প্রায় দু’বছর পর লোকসভায় পাশ হল উপভোক্তা নিরাপত্তা ২০১৮ বিল৷ ক্রেতা সুরক্ষা-সহ পণ্যের বিজ্ঞাপনের উপর লাগাম টানার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷ নয়া এই বিল কার্যকর হলে চূড়ান্ত বিপাকে পড়তে পারেন সেলিব্রিটিরা৷ কেননা, বিলে উল্লেখ রয়ছে, যে সেলিব্রিটিরা এই বিজ্ঞাপন করছেন, সেই পণ্য বা পরিষেবায় কোনও গলদ দেখা গেলে, তার দায় বর্তাবে ওই তারকাদের উপরেও। প্রথম বার অপরাধ করলে ১০ লক্ষ টাকা জরিমানা কিংবা দু’বছরের কারাবাস কিংবা দু’টোই হতে পারে৷ দ্বিতীয় বার অপরাধ করলে এই পরিমাণ বেড়ে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =