সোজা পথে তথ্য না দিলে ‘অন্য পন্থা’! দিল্লি থেকে মমতাকে হুঁশিয়ারি রাজ্যপাল বোসের

কলকাতা: দু’দিনের রাজ্যপাল অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই অধিবেশন শেষ হতেই ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে বাংলার রাজ্যপাল।  রাজ্যে…

MAMATA BOSE2

কলকাতা: দু’দিনের রাজ্যপাল অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই অধিবেশন শেষ হতেই ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে বাংলার রাজ্যপাল।  রাজ্যে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এসেছেন তিনি। সাফ জানিয়েছেন, যে তথ্য মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া হয়েছে, তা ভালয় ভালয় দেওয়া না হলে তিনি ‘অন্য পন্থা’ অবলম্বন করবেন।

তিনি বলেন, সরকার সংবিধানমাফিক কাদ করছে কিনা, সেটা দেখা রাজ্যপালের কাজ। পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক পরিচালন ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে। রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, সিএজি-র মতো  সংস্থাগুলির ব্যাখ্যা থেকেই বিষয়টি স্পষ্ট। রাজ্যপালের কথায়, ‘‘বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গে আর্থিক নৈরাজ্য চলছে।’’

অন্য দিক রাজ্যপালকে বিজেপির ‘এজেন্ট’-এ পরিণত করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ শীঘ্রই এই বিষয়ে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলে বড় মাপের আন্দোলনের কথাও ভাবছে রাজ্যের শাসক দল।