ঝড়-ঝাপটা সামলেই হবে লক্ষ্মীলাভ, সোমবার ভালো রিটার্ন মিলবে কোন কোন স্টক?

কলকাতা:  সপ্তাহের প্রথম দিনে বাজার শুরু হয় সবুজ জোনে৷ ১০টার পর যদিও সূচক নিম্নমুখী হয়৷ তবে এদিন আদানি পোর্টস, ডিভি’স ল্যাবস, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এনটিপিসি এবং…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

কলকাতা:  সপ্তাহের প্রথম দিনে বাজার শুরু হয় সবুজ জোনে৷ ১০টার পর যদিও সূচক নিম্নমুখী হয়৷ তবে এদিন আদানি পোর্টস, ডিভি’স ল্যাবস, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এনটিপিসি এবং টাটা স্টিলের মতো শেয়ারগুলি নিফটির বুলিশ স্টকের তালিকায় শীর্ষে অবস্থান করেছে। প্রথম এক ঘণ্টার মধ্যেই স্টকগুলোতে ১.০৩ থেকে ২.৬৩ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে। আজ কোন কোন স্টকের দিকে নজর রাখবেন?

কোচিন শিপইয়ার্ড- এক বছরের নিরিখে এই স্টকে ১১৪ শতাংশের রিটার্ন মিলেছে। সংস্থার মোট রেভিনিউ ১,২৬৮ কোটি টাকা৷ নেট প্রফিটে ৫৬৪ শতাংশ বৃদ্ধি এসেছে। এদিন স্টকটি ৪.৩৬ শতাংশের বৃদ্ধি পেয়েছে। শেয়ারের দাম যাচ্ছে ১৯৮৪ টাকা।

 

বলরামপুর চিনি মিলস- গত এক সপ্তাহে এই সংস্থার শেয়ার দুর্দান্ত রিটার্ন (১.৪৫ শতাংশ) দিয়েছে।  সোমবার এই স্টকের গতি নিম্নমুখী হলেও বিনিয়োগকারীরা এই শেয়ারের দিকে নজর দিতেই পারেন৷ বর্তমানে শেয়ারটির দাম যাচ্ছে ৩৮২ টাকা।

 

সান টিভি নেটওয়ার্ক- এই ফার্মের শেয়ার থেকে গত এক বছরে ১৪.৪ শতাংশের রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা। এই কোম্পানির রেভিনিউ দাঁড়িয়েছে ৯৬৩ কোটি টাকায়। এই শেয়ারের দাম এখন ৬৪৪ টাকা। সোমবার সান টিভির স্টকের দাম ৩.০৭ শতাংশ পড়েছে। গত এক মাসে এই শেয়ার থেকে ১.৬২ শতাংশের নেতিবাচক রিটার্ন মিলেছে৷

 

 

আইসিআইসিআই ব্যাঙ্ক- সোমবার আইসিআইসিআই -এর শেয়ারে BUY ট্যাগ রাখা হয়েছে। সকালে শেয়ারটি ১১৩১ টাকায় খুলেছে। বিশেষজ্ঞরা স্টকটির টার্গেট প্রাইস সেট করেছেন ১১৫০ টাকা। স্টপলস রাখা হয়েছে ১১১০ টাকা। এই স্টক থেকে উঠে আসতে পারে ভালো রিটার্ন৷

 

 

টিভিএস মোটর- টিভিএস মোটর-এর স্টকেও BUY ট্যাগ রয়েছে। এই সংস্থার শেয়ারের দামে টার্গেট প্রাইস রয়েছে ২৩০০ টাকা। অন্যদিকে, স্টপলস রাখা হয়েছে ২২০০ টাকা। এই শেয়ারটির দাম যাচ্ছে ২২৪৪ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক ঘণ্টায় শেয়ারটির দাম আরও বাড়তে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *