দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারে স্বস্তির খবর শোনাল CIMI

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর৷ ২০১৯-২০তে ভারতীয় কর্পোরেট খাতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেল৷ মোট ৭৭৩৯ সংস্থার নমুনার ভিত্তিতে ১৬.৪ শতাংশ বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে৷ লাভের পরিমাণ বেড়েছে দ্বিগুণ হারে৷ যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি৷ এই তালিকায় অন্তর্ভুক্ত সংস্থাগুলিতে বিক্রির পরিমাণ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ কর্মীদের ক্ষতিপূরণ বৃদ্ধি পেয়েছে ১১.০২ শতাংশ৷

3 stocks recomended

দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারে স্বস্তির খবর শোনাল CIMI

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর৷ ২০১৯-২০তে ভারতীয় কর্পোরেট খাতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেল৷ মোট ৭৭৩৯ সংস্থার নমুনার ভিত্তিতে ১৬.৪ শতাংশ বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে৷ লাভের পরিমাণ বেড়েছে দ্বিগুণ হারে৷ যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি৷

এই তালিকায় অন্তর্ভুক্ত সংস্থাগুলিতে বিক্রির পরিমাণ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ কর্মীদের ক্ষতিপূরণ বৃদ্ধি পেয়েছে ১১.০২ শতাংশ৷ যা এবছরের উল্লেখযোগ্য৷ মজার ব্যাপার হচ্ছে ১৭৭৭ সংস্থা মজুরি বিলে ১১শতাংশ বৃদ্ধি দেখিয়েছে৷ বিগত আট বছরের মধ্যে এই আর্থিক বছরেই সংস্থাগুলিতে কর্মসংস্থান বেড়েছে ১.৮ শতাংশ হারে৷ তালিকাভুক্ত পাঁচ হাজারের কিছু বেশি সংস্থার ফলাফলে দেখা যাচ্ছে যে ২০১৮-২০১৯ সালে বিক্রি ১৭ শতাংশ বেড়েছে৷ যা ২০১১-১২ সালের পরে সর্বোচ্চ বৃদ্ধি হার৷ নিট মুনাফা ৪২ শতাংশ বেড়েছে যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ৷

যদিও CIMI জানিয়েছে, অনেক ছোট সংস্থাগুলিও কর্মসংস্থানের উপর ডেটা সরবরাহ করে৷ সেক্ষেত্রে ২০১৯-২০ সালের জন্য, সিএমআইই ৭৭৩৯টি সংস্থার রিপোর্ট তৈরি করেছে, এর মধ্যে কেবল ১৭৭৭টি সংস্থার কর্মসংস্থানের তথ্য ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fifteen =