ফের হাই জাম্প সোনার রেটে, তবে সস্তা হল রুপো, জেনে নিন কত দর

কলকাতা: বিয়ের মরশুম চলছে৷ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে খানিক কমেছিল সোনার দাম৷ কিন্তু ফের উর্ধ্বমুখী হলুদ ধাতু৷ শনিবার ফের বাড়ল সোনার দাম৷ আম আদমির আশঙ্কা ফের…

কলকাতা: বিয়ের মরশুম চলছে৷ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে খানিক কমেছিল সোনার দাম৷ কিন্তু ফের উর্ধ্বমুখী হলুদ ধাতু৷ শনিবার ফের বাড়ল সোনার দাম৷ আম আদমির আশঙ্কা ফের সোনার দাম ৭০ হাজারের গন্ডে ছাড়িয়ে যাবে নাতো? দেখে নেওয়া যাক আজ কত যাচ্ছে সোনা-রুপোর দর-

 

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে দাম পড়বে ৬,৪৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দর ৬৪ হাজার ৪৫০ টাকা। গতকালের তুলনায় লাফিয়ে ২০০ টাকা দাম বেড়েছে হলুদ ধাতুর দাম। ১০০ গ্রাম সোনার বিকোচ্ছে ৬,৪৪,৫০০ টাকা। একদিনেই ২২ ক্যারেট সোনার দাম ২০০০ টাকা বেড়েছে। তবে ২২ ক্যারেট বেচতে গেলে ১ গ্রামের দাপ পড়বে ৬৩২২টাকা৷

 

শনিবার গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দর ৬,৯৪৮ টাকা৷ ১ গ্রাম সোনার দাম পড়বে ৭ হাজার ৩১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৩১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে লাগবে ৭ লক্ষ ৩১০০ টাকা। হিসাব অনুযায়ী, একদিনেই এক লাফে ২২০০ টাকা দাম বেড়েছে সোনার।

 

সোনা ও রুপো কেনার সময়ে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। ফলে সোনার কেনার সময় আরও খানিকটা দাম বাড়বে৷

 

সোনার দামে পারদ চড়লেও, সস্তা হয়েছে রুপো৷ ১০০ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৮৩১০ টাকা। ১ কেজি রুপোর কিনতে দাম পড়বে ৮৩ হাজার ১০০ টাকা। একদিনে ৪৯০০ টাকা সস্তা হয়েছে সিলভার৷