দেশীয় পণ্য বিক্রি বাধ্যতামূলক করল স্বরাষ্ট্রমন্ত্রক, জারি নির্দেশিকা

দেশীয় পণ্য বিক্রি বাধ্যতামূলক করল স্বরাষ্ট্রমন্ত্রক, জারি নির্দেশিকা

3 stocks recomended

 

নয়াদিল্লি: মঙ্গলবার পঞ্চম দফায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়ে দিয়েছিলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হলে এখন প্রয়োজন দেশীয় পণ্য বেশি মাত্রায় ব্যবহার করা৷ তাতে দেশীয় উৎপাদন যেমন বাড়বে তেমনি, অর্থনীতির বিকাশ ঘটবে৷ প্রধানমন্ত্রীর সেই আশার বাণী পর এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে শুধুমাত্র দেশীয় পণ্য বিক্রির উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের৷

প্রধানমন্ত্রীর ভাষণের পর আজ বুধবার দেশীয় পণ্য বিক্রির উপর গুরুত্ব বাড়াতে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র ফোর্সের ক্যান্টিনে শুধুমাত্র মিলবে দেশীয় পণ্য৷ আর কোনও বিদেশি পণ্য মিলবে না৷ পয়লা জুন থেকে সেনা ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্য বিক্রি হবে৷

তবে আগামী জুন মাসের মধ্যে কীভাবে দেশের সমস্ত সেনা ক্যান্টিনে দেশীয় পণ্য সরবরাহ করা হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ কেননা করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউনে দেশীয় পণ্যের উৎপাদন ব্যাহত হয়েছে৷ মুখ থুবড়ে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা৷ তার ওপর চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ শর্তসাপেক্ষে বাড়তে চলেছে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ ফলে করোনা জেরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী জুনের মধ্যে সেনা ক্যান্টিনে কীভাবে দেশীয় পণ্য পৌঁছে যাবে, তা নিয়ে চিন্তিত সেনা কর্মীদের একাংশ৷

যদিও এর আগে কেন্দ্র সরকারের তরফে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে সমস্ত বিদেশি সংস্থাকে বাধ্যতামূলকভাবে ভারতে উৎপাদন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে নির্দেশ দিয়েছিল সরকার৷ তবে প্রাথমিকভাবে মেক ইন ইন্ডিয়া সাফল্য লাভ করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি৷ এবার করোনা পরিস্থিতির স্বদেশী পণ্য বিক্রি বাধ্যতামূলক করার বিষয়টি আদতে কতটা লাভজনক হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার ব্যবসায়ী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =