আয়কর ছাড়ে বড় ঘোষণার পথে কেন্দ্র, কী চকম থাকছে বাজেটে?

নয়াদিল্লি: আগামী শুক্রবার কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণায় করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কেন্দ্রে পূর্ণাঙ্গ বাজাটে কর ছাড়ের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার? সূত্রের খবর, মধ্যবিত্তকে আর্থিক সুরাহা দিয়ে নরেন্দ্র মোদি আয়করে পবিরর্তন আনতে চলেছেন আসন্ন বাজেটে৷ ফেব্রুয়ারি মাসের ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় ঘোষণা ছিল কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের

3 stocks recomended

আয়কর ছাড়ে বড় ঘোষণার পথে কেন্দ্র, কী চকম থাকছে বাজেটে?

নয়াদিল্লি: আগামী শুক্রবার কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণায় করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কেন্দ্রে পূর্ণাঙ্গ বাজাটে কর ছাড়ের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার?

সূত্রের খবর, মধ্যবিত্তকে আর্থিক সুরাহা দিয়ে নরেন্দ্র মোদি আয়করে পবিরর্তন আনতে চলেছেন আসন্ন বাজেটে৷ ফেব্রুয়ারি মাসের ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় ঘোষণা ছিল কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য৷  আয়করে বদল হলেও সেটি একপ্রকার প্রতীকি ছিল৷ কারণ যে আয়করদাতারা সবথেকে বেশি কর প্রদান করেন তাঁদের বিশেষ কোনও সুবিধা মেলেনি৷ এবার সেই অংশকে খুশি করার চেষ্টা করতে চলেছে কেন্দ্র৷ সূত্রের খবর, আয়করের উর্ধসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হতে পারে৷

বার্ষিক আয় ও আয়কর প্রদানের মধ্যে নতুন কোনও ধাপ তৈরি করা হতে পারে খবর৷ ন্যাশনাল পেনশন স্কিমে অবসরকালীন অর্থ প্রত্যাহারের সময় করছাড়ে সুবিধা ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে৷ নতুন করে আবার ট্যাক্স ফ্রি সরকারি বন্ড চালু করাও সম্ভবনা রয়েছে৷ ৮০ সি ধারার করছাড়ের সীমা সরাসরি আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লক্ষ টাকা পর্যন্ত করা ভাবনাও রয়েছে কেন্দ্রের৷ এখন দেড় লক্ষ টাকা ছাড়ের পর আরও ৫০ হাজার ছাড়া পাওয়া যায় অতিরিক্ত বিশেষ কিছু লগ্নির উপর৷ ন্যাশনাল পেনশন পলিসিকে আরও জনপ্রিয় করতে চায় সরকার৷

এখন এনপিএস প্রত্যাহারের সময় ৬০ শতাংশের মধ্যে ৪০ শতাংশে করছাড় পাওয়া যায়৷ বাকি ২০ শতাংশ কর আরোপিত হয়৷ সেই ২০ শতাংশেও করছাড়ের কথা ভাবা হচ্ছে বলেও জানা গিয়েছে৷ সরকারি সূত্রে খবর, আসন্ন বাজেটে এমন কোনও প্রকল্প ঘোষণা করা হবে না, মোদি সরকারের রাজকোষে বিপুল বোঝা তৈরি করবে৷ আর্থিক বৃদ্ধির লক্ষ্যেই এবার সংস্কারমুখী বাজেটে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =