নয়াদিল্লি: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ কেন্দ্রের মোদি সরকারের। ৩৮ কোটি শ্রমিকের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে খোলা হল e-SHRAM Portal। শ্রমিকদের ডেটাবেস নিজের কাছে রাখতে এই নির্দিষ্ট পোর্টালের সাহায্য নেবে সরকার।
এ নিয়ে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, এই ডেটাবেস থেকে দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিসংখ্যান পাওয়া যাবে৷ এই পোর্টেলের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। শ্রমিকরা এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প দুয়ারে পেয়ে যাবেন৷ কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবারই e-SHRAM Portal-এর লোগো উদ্বোধন করলেও, বৃহস্পতিবার এটি লঞ্চ করে৷
এই পোর্টাল থেকে প্রাপ্ত সুবিধা
মোট ৩৮ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ডেটাবেস তৈরি হবে কেন্দ্রীয় সরকারের এই নয়া পোর্টালের মাধ্যমে৷ এতে নিজেদের নাম নথিভুক্ত করে সুবিধা নিতে পারবেন দিন মজুর, পরিযায়ী শ্রমিক, পরিচারিকা-পরিচারক ছাড়াও ফুটপাথের দোকানিরা।
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, বিওসিডব্লিউ কর্মী, এসএইচজি সদস্য, ঘরের পরিচারক, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাথের দোকানি, রিকশা চালক, খেত মজুর, মনরেগার কর্মী, ইটভাটার শ্রমিক, মৎস্যজাবী ছাড়াও ছোট দোকানিরা এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
১৪৪৩৪ টোল ফ্রি নম্বরের সাহায্যে এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা৷ কোনও কারণে শ্রমিকরা নাম নথিভুক্ত করতে না পারলে এই নম্বরে ফোন করলে সমাধান মিলবে৷
নিজের আধার কার্ড নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেইলস দিয়ে এই পোর্টালে রেজিস্টার করতে পারেন শ্রমিকরা। এখানে নাম নথিভুক্ত করতে জানাতে হবে জন্মের তারিখ, মোবাইল নম্বর, শহর, গ্রাম বা সোশ্যাল ক্যাটিগরি৷
এই পোর্টালে নাম নথিভুক্ত করা হয়ে গেলে নির্দিষ্ট ১২ সংখ্যা সংবলিত e-SHRAM card প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মিলবে৷ এই কার্ডের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সারা দেশে গ্রহণযোগ্য হবে৷