এবার সুদ ছাড়াই কার লোন? কিভাবে দেখুন

দিল্লি: সুদের হারে ছাড় পেতে মেনে চলুন জাস্ট কয়েকটা উপায়। লোনের গাড়ি কিনুন, সুদ ছাড়াই। এক, এর জন্য অবশ্যই লোন হিস্ট্রি ভালো হতে হবে। অর্থাৎ…

দিল্লি: সুদের হারে ছাড় পেতে মেনে চলুন জাস্ট কয়েকটা উপায়। লোনের গাড়ি কিনুন, সুদ ছাড়াই।

এক, এর জন্য অবশ্যই লোন হিস্ট্রি ভালো হতে হবে। অর্থাৎ লোন নিয়ে তা সময়ে শোধ করে দেওয়ার রেকর্ড থাকতে হবে। এক্ষেত্রে সুদের হারে খানিক ছাড় মেলে। দুই, গাড়ির ঋণ মঞ্জুর হওয়ার আগে অন্য কোনও ঋণ নিয়ে থাকলে আর তাঁর কিস্তি ঠিকমত শোধ হয়ে থাকলে দ্রুত লোন মঞ্জুর হবে এবং সুদের হারেও ছাড় পেতে পারেন। তিন, সিভিল স্কোর মেনটেইন করুন। চার। মাথায় রাখুন যে সংস্থার গাড়ি কিনছেন সেই ডিলারশিপ শো-রুম থেকেই গাড়ির লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া হয় অনেকক্ষেত্রে, তবে দেখে নিতে হবে সেই ব্যাঙ্কে সুদের হার অন্যান্য ব্যাঙ্কের থেকে কম কিনা।

এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।