টানা ৪ মাসে লাফিয়ে বাড়ছে বাজারদর, নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্স!

কলকাতা: লাফিয়ে বাড়ছে বাজার দর৷ আগুন লেগেছে লঙ্কায়৷ মাছ-মাংস থেকে সজবির দাম বেড়েই চলছে৷ লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে চড়ছে বাজার৷ কিন্তু, বাজার চড়লেও গত ৪ মাস রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের কোনও মিটিং হচ্ছে না৷ আর তাই লাফিয়ে বাড়ছে বাজারের সবজি থেকে মাছ-মাংসের দাম৷ সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই৷ স্বয়ং মুখ্যমন্ত্রী বাজার বিষয়ক টাস্ক ফোর্সের

imagesmissing

টানা ৪ মাসে লাফিয়ে বাড়ছে বাজারদর, নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্স!

কলকাতা: লাফিয়ে বাড়ছে বাজার দর৷ আগুন লেগেছে লঙ্কায়৷ মাছ-মাংস থেকে সজবির দাম বেড়েই চলছে৷ লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে চড়ছে বাজার৷ কিন্তু, বাজার চড়লেও গত ৪ মাস রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের কোনও মিটিং হচ্ছে না৷ আর তাই লাফিয়ে বাড়ছে বাজারের সবজি থেকে মাছ-মাংসের দাম৷ সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই৷ স্বয়ং মুখ্যমন্ত্রী বাজার বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারপারসন৷ তাও কোন বৈঠক হচ্ছে না৷

বিক্রেতাদের একাংশ জানাচ্ছেন, নির্বাচনের সময় তাঁদের মোটা টাকা চাঁদা দিতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে৷ এখন সেই টাকা তুলতেই হবে তাঁদের৷ আর তা না হলে লোকসান৷ ভোটের আগে বহুবার বাজারে সবজি, মাছ মাংসের দাম বেড়েছে৷ কলকাতা থেকে শহরতলী সমস্ত বাজারে আলু থেকে শুরু করে সমস্ত রকম সবজি মাছ মাংসের দাম ক্রমশ বেড়ে চলেছে৷ বিভিন্ন বাজারে কাঁচা লঙ্কার দাম ছাড়িয়েছে দেড়শ টাকা প্রতি কিলো৷ টমেটো ও  বেগুন ৮০ টাকা উঠে গিয়েছে৷ রসুন দুশো টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে৷ মাছের বাজারেও তো আরও আগুন৷ কাটা বড় কাতলা সাড়ে ৩০০ টাকা কেজি, ভেটকি ৫০০ টাকার ওপর৷ ছোট ইলিশ মাছের দাম থেকে হাজার টাকা৷

কিন্তু হঠাৎ কী করে বাজার চড়া হল? এই প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে বাজারে সবজি মাছ মাংসের দাম বেড়ে যাওয়া মানে এর পিছনে কোনও দুর্নীতি রয়েছে৷ তার উপর দীর্ঘদিন টাস্ক ফোর্সে কোনও মিটিং হচ্ছে না৷ তার উপর সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে৷ ফলে পণ্য পরিবহন খরচের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগান ও চাহিদার পার্থক্য দেখা গিয়েছে৷ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে৷ ফলে লাফিয়ে বাড়ছে জিনিসের দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *