কলকাতা: বুলবুলের গ্রাসে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল৷ যার প্রভাব পড়তে চলেছে শহরের দৈনন্দিন বাজারেও৷ দাম বাড়তে চলেছে সব্জির৷
বুলবুলে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, ঝড়খালি, বকখালি, ফ্রেজারগঞ্জ প্রভৃতি এলাকা৷ প্রধানত এই সমস্ত এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড়ের ‘চোখ’ অতিক্রম করেছে৷ ঘূর্ণিঝড়ের দাপটে বাদ পড়েনি ফসলি জমির মারাত্মক ক্ষতি হয়েছে৷ ফলে ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে কৃষদের৷
আর এই ক্ষয়ক্ষতির জেরে শহরের বাজারগুলিতেও বেড়ে চলেছে সব্জির দাম৷ মানিকতলা, বাগমারি, ভিআইপি, ঠাকুরপুকুর, খিদিরপুর প্রভৃতি বাজারগুলিতে সব্জির যোগান বেশ খানিকটা রাতারাতি কমে গিয়েছে৷ তার ফলস্বরূপ আগামী কয়েকদিন যে সব্জির দাম বাড়তে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ শিয়ালদা কোলে মার্কেটে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে৷
শিয়ালদা কোলে মার্কেটে জ্যোতি আলুর দাম ২৫টাকা দরে বিক্রি হচ্ছে৷ অন্যদিকে, চন্দ্রমুখি আলু ৩০টাকা ছুতে চলেছে৷ এক কিলো পেঁয়াজ এখন ৭০ থেকে ৮০ টাকা৷ পেঁয়াজের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে পেঁয়াজ কাটার আগেই মধ্যবিত্তের চোখে জল আসতে শুরু করেছে৷ কোনও কোনও বাজারে আবার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০টাকা কিলো দরে৷
ব্যবসায়ী সংগঠনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যার ফলে আগামী দিনে আরও বড় মাত্রায় সব্জির ঘাটতি দেখা দিতে পারে৷ ঘাটতি দেখা দিলে দাম বাড়তে পারে৷ বাজারে পর্যাপ্ত নজরদারির অভাবে লাফিয়ে বাড়ছে সব্জির দাম, মনে করছেন ক্রেতাদের একাংশ৷