#BudgetForNewIndia: দেশে দৈনিক কত কিলোমিটার হাইওয়ে তৈরি হয় জানেন?

নয়াদিল্লি: পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারতে৷ গত কয়েক বছরে রেল, জাতীয় সড়ক ও বিমান পথে পরিকাঠামোতে উন্নতি হয়েছে বলে শুক্রবার লোকসভায় ২০১৯-এর অন্তর্বর্তী বাজেট পেশ করে এমনই মন্তব্য করলেন অস্থায়ী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷ এদিন তিনি বলেন, ‘‘সারা বিশ্বে হাইওয়ে পরিকাঠামো উন্নতিতে এক নম্বর স্থানে রয়েছে ভারত৷ এই দেশে প্রতিদিন ২৭ কিলোমিটার হাইওয়ে তৈরি হয়৷’’

3 stocks recomended

#BudgetForNewIndia: দেশে দৈনিক কত কিলোমিটার হাইওয়ে তৈরি হয় জানেন?

নয়াদিল্লি: পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারতে৷ গত কয়েক বছরে রেল, জাতীয় সড়ক ও বিমান পথে পরিকাঠামোতে উন্নতি হয়েছে বলে শুক্রবার লোকসভায় ২০১৯-এর অন্তর্বর্তী বাজেট পেশ করে এমনই মন্তব্য করলেন অস্থায়ী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷

এদিন তিনি বলেন, ‘‘সারা বিশ্বে হাইওয়ে পরিকাঠামো উন্নতিতে এক নম্বর স্থানে রয়েছে ভারত৷ এই দেশে প্রতিদিন ২৭ কিলোমিটার হাইওয়ে তৈরি হয়৷’’ দেশের পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘‘যে কোন দেশকে এগিয়ে যেতে গেলে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে৷ যা দেশের মানুষের জীবনধারার মানকেও উন্নত করতে সাহায্য করবে৷” বহুদিনের আটকে থাকা হাইওয়ে প্রজেক্ট প্রসঙ্গে গোয়েল বলেন, ‘‘বহু দশক আটকে থাকার পরে এই সরকারের আমলেই শেষ হয়েছে দিল্লি থেকে আসাম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এক হাইওয়ে৷ চলছে ভারতমালা প্রকল্প৷’’

আগামী এক দশকে সরকারের পরিকল্পনা প্রসঙ্গে গোয়েল বলেন, ‘‘আগামী পাঁচ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ান ডলারের অর্থনীতি হবে ভারত৷ আগামী ৮ বছরের ১০ ট্রিলিয়ানে পৌঁছাবে৷ এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের রাস্তাঘাট, রেলওয়ে, সমুদ্র বন্দর, শহরের যাতায়াত, গ্যাস, ইলেকট্রিক ট্রান্সমিশান আর দেশের মধ্যে জলপথে যাতায়াতের পরিকাঠামোয় গুরুত্ব বাড়ানো হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =