#Budget2019: কোন পাঁচ সেক্টরে আজ নজর থাকবে বাজেটে?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাত্র দু’মাস আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে৷ কতটা থাকবে চমক? রীতি অনুযায়ী সরকারের সর্বশেষ বাজেটে কোনও বড়সড় ঘোষণা হয় না৷ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়৷ আগামী তিনমাসের আয়ব্যয়ের বরাদ্দ করা হয়৷ সাম্প্রতিক একের পর এক রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে৷ উপনির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে৷ মধ্যবিত্ত, গ্রামীণ ভারত এবং ক্ষুদ্র ও

imagesmissing

#Budget2019: কোন পাঁচ সেক্টরে আজ নজর থাকবে বাজেটে?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাত্র দু’মাস আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে৷ কতটা থাকবে চমক? রীতি অনুযায়ী সরকারের সর্বশেষ বাজেটে কোনও বড়সড় ঘোষণা হয় না৷ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়৷ আগামী তিনমাসের আয়ব্যয়ের বরাদ্দ করা হয়৷ সাম্প্রতিক একের পর এক রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে৷ উপনির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে৷ মধ্যবিত্ত, গ্রামীণ ভারত এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের শ্রেণির একাংশও ক্ষুব্ধ৷ ফলে, আজ বাজেটে এই তিন শ্রেণিকে সন্তুষ্ট করতে শেষ৷ একটা চেষ্টা থাকবে রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েলের ঝুলিতে৷ বিশেষ করে কৃষক প্যাকেজ ও ছোট ব্যবসায়ীদের জন্য কিছু সুরাহার সন্ধান দেওয়া হবে বলে জল্পনা চলছে৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ৷ তাই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ ঠিক কোন পাঁচটি সেক্টরে বড় খবর দিতে পারেন পীযুষ গোয়েল?

আয়কর সুবিধা: করযোগ্য আয়ের সীমা বাড়তে পারে৷ ২.৫ লক্ষ থেকে তা ৫ লক্ষ হতে পারে আয়করের উদ্বোর্ধসীমা৷ আয়করের ক্ষেত্রে মহিলাদের বাড়তি সুবিধা দিতে পারে মোদি সরকার৷

কৃষকদের জন্য সুবিধা: কৃষক বিক্ষোভ রুখতে বেশ কিছু পদক্ষেপ নিতে পারে কেন্দ্র৷ মোদি সরকার ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পালনেও বেশ কিছু প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে৷ ঋণের মকুব, ক্রেডিট কার্ডের উপর গুরুত্ব বাড়তে পারে৷

মৌলিক আয়: দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের জন্য সুখবর দিতে পারে কেন্দ্র৷ অন্তর্বর্তী বাজেটে সরকার সর্বজনীন নূন্যতম আয় নিশ্চিত করার ঘোষণা হতে পারে৷

সুদে হারে ছাড়: মধ্যবিত্তের ক্ষোভ রুখতে গৃহঋণে ছাড় দিতে পারে কেন্দ্র৷ ২০২২ সালের মধ্যে সবার জন্য ঘর, এই প্রকল্পে বাড়তে পারে বরাদ্দ৷ বর্তমানে বর্তমান সুদের হারের পরিবর্ত ও গৃহঋণে ২ লাখ ছাড় দেওয়ার ঘোষণা হতে পারে৷

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ: অন্তর্বর্তী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নজর থাকবে কেন্দ্রের৷ হতে পারে জিএসটি ছাড়৷ এমএসএমই সেক্টরে বাড়তে পারে বরাদ্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *