#Budget2019: ভারতের কোন অর্থমন্ত্রী ১০ বার বাজেট পেশ করেছেন, জানেন?

নয়াদিল্লি: আজ পেশ হবে বাজেট৷ কিন্তু জানেন কী, ভারতের অর্থমন্ত্রী হিসাবে কোন ব্যক্তি সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন? বাজেট পেশের মোট সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মোরারজি দেশাই৷ মোট ১০ বার তিনি ভারতের সাধারণ বাজেট পেশ করেছেন সংসদে। প্রথম দফায় ১৯৫৯ থেকে ১৯৬৩ এবং পরবর্তীকালে ১৯৬৭-১৯৬৯ সালের মধ্যে। আরও একটা

3 stocks recomended

#Budget2019: ভারতের কোন অর্থমন্ত্রী ১০ বার বাজেট পেশ করেছেন, জানেন?

নয়াদিল্লি: আজ পেশ হবে বাজেট৷ কিন্তু জানেন কী, ভারতের অর্থমন্ত্রী হিসাবে কোন ব্যক্তি সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন?

বাজেট পেশের মোট সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মোরারজি দেশাই৷ মোট ১০ বার তিনি ভারতের সাধারণ বাজেট পেশ করেছেন সংসদে। প্রথম দফায় ১৯৫৯ থেকে ১৯৬৩ এবং পরবর্তীকালে ১৯৬৭-১৯৬৯ সালের মধ্যে। আরও একটা মজার রেকর্ড রয়েছে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর। অর্থমন্ত্রী থাকাকালীন তিনি মোট দুই বার তাঁর জন্মদিনে (২৯ ফেব্রুয়ারি ১৯৬৪ ও ১৯৬৮) বাজেট পেশ করেছেন৷

এবার দেখে নিন স্বাধীন ভারতে বাজেট পেশের সংখ্যার নিরিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা কে কোথায় দাঁড়িয়ে- মোরারজি দেশাই (১০টি বাজেট)। পি. চিদাম্বরম (৮ টি বাজেট)। প্রণব মুখোপাধ্যায়, যশবন্ত সিনহা, ওয়াই.বি. চৌহান এবং সি.ডি. দেশমুখ (৭ টি বাজেট)। মনমোহন সিং ও টি.টি. কৃষ্ণমাচারি (৬ টি বাজেট)। আর. ভেঙ্কটরমন এবং এইচ.এম. প্যাটেল (৩ টি বাজেট)। যশোবন্ত সিং, ভি.পি. সিং, সি. সুব্রামনিয়ম, জন মাথাই এবং আর.কে. শানমুখম চেট্টি (২ টি বাজেট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =