#Budget2019: বেসরকারি সংস্থার হাতেই যাচ্ছে রেল! বাড়বে ভাড়া?

নয়াদিল্লি: ভাড়া না বাড়ালেও খরচ তুলতে পিপিপি মডেলের ওপর জোর দিল কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রেলের হিসেবনিকেশ নিয়ে জানান, খুব শীঘ্রই ভারতের রেলযাত্রীরা বিশ্বমানের প্রযুক্তিতে নির্মিত বেসরকারি কোচে যাত্রা করতে পারবেন৷ শহরতলির রেল নেটওয়ার্কে জোর দেওয়া হবে৷ এবারও নতুন কোনও ট্রেনরুট বা ট্রেনের প্রবর্তন করেননি অর্থমন্ত্রী৷ ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য আরও দ্রুততার সঙ্গে ট্রেন

3 stocks recomended

#Budget2019: বেসরকারি সংস্থার হাতেই যাচ্ছে রেল! বাড়বে ভাড়া?

নয়াদিল্লি: ভাড়া না বাড়ালেও খরচ তুলতে পিপিপি মডেলের ওপর জোর দিল কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রেলের হিসেবনিকেশ নিয়ে জানান, খুব শীঘ্রই ভারতের রেলযাত্রীরা বিশ্বমানের প্রযুক্তিতে নির্মিত বেসরকারি কোচে যাত্রা করতে পারবেন৷ শহরতলির রেল নেটওয়ার্কে জোর দেওয়া হবে৷

এবারও নতুন কোনও ট্রেনরুট বা ট্রেনের প্রবর্তন করেননি অর্থমন্ত্রী৷ ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য আরও দ্রুততার সঙ্গে ট্রেন চলবে ভারতে৷ ২০৩০ সালের মধ্যে ৫০ লক্ষ কোটি টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ৬৫৭ কিলোমিটার মেট্রো রেলপথ নির্মাণের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী৷

নির্মলা সীতারমন জানান, দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি নতুন করে ঢেলে সাজাতে বড়সড় লগ্নি করতে চলেছে ফ্রান্স৷ তাঁরা পরিকাঠামো উন্নয়নে প্রায় ৭ লক্ষ ইউরো বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে৷ ভারতীয় রেল ইতিমধ্যেই শহরতলি এলাকার পরিবহনের উন্নতিতে র‌্যাপিড রিজিওনাল ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর জোর দিতে চলেছে৷ এরজন্য বেসরকারি বিনিয়োগে পিপিপি মডেলে কাজ করবে রেল৷

মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো আরও ট্রেন সেট তৈরির ওপর জোর দিয়েছে রেলমন্ত্রক৷ রেল ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও এবার বেসরকারি বিনিয়োগের আহ্বান করেছেন অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =