#Budget2019: ভোটের আগে কল্পতরু মোদি! জানেন, বাজেটে কত কোটি ঘাটতির আশঙ্কা রয়েছে?

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জনমত সমর্থন পেতে মরিয়া বিজেপি এবার আসন্ন বাজেটকেই হাতিয়ার করল। এর জেরে এক লক্ষ কোটি টাকা ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিচ্চেন না দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা। প্রসঙ্গটি নিয়ে কেন্দ্রী অর্থমন্ত্রক মুখে কুলুপ এঁটেছে, স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে দেশের অর্থনীতির ভবিষ্যত। আগামী পয়লা ফেব্রুয়ারি আর্থিক বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। সামনেই লোকসভা

3 stocks recomended

#Budget2019: ভোটের আগে কল্পতরু মোদি! জানেন, বাজেটে কত কোটি ঘাটতির আশঙ্কা রয়েছে?

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জনমত সমর্থন পেতে মরিয়া বিজেপি এবার আসন্ন বাজেটকেই হাতিয়ার করল। এর জেরে এক লক্ষ কোটি টাকা ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিচ্চেন না দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা। প্রসঙ্গটি নিয়ে কেন্দ্রী অর্থমন্ত্রক মুখে কুলুপ এঁটেছে, স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে দেশের অর্থনীতির ভবিষ্যত। আগামী পয়লা ফেব্রুয়ারি আর্থিক বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। সামনেই লোকসভা নির্বাচন, তাই জনমোহিনী আর্থিক বাজেট পেশ করে দেশবাসীকে চমকে দিতে চলেছেন মোদি। মূলত লোকসভা ভোট নিয়ে চিন্তায় কেন্দ্র, তাই গদি বাঁচাতে কৃষকদের জন্য জনমুখী বাজেট পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, জনমুখী বাজেট পেশ করার জন্য মরিয়া বিজেপি দেশের বৃহদাংশকে খুশি করতে উঠেপড়ে লেগেছে। কৃষকরা সেই তালিকার অগ্রভাগে রয়েছেন।এমন বাজেটপেশ হলে আগামী অর্থবর্ষে কেন্দ্রকে এক লক্ষ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখতে হবে।যা রাজস্বে টান ধরানোর জন্য যথেষ্ট।এই ব্যবস্থা বলবৎ হলে দেশ আগামীতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।বলাবাহুল্য, এহেন তথ্য প্রকাশ্যে এলেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে কেউ এনিয়ে মুখ খোলেননি।

শোনা যাচ্ছে, ভোটের আগে নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে শক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কেননা সম্প্রতি বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ হাতছাড়া হওয়াতে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।তাই এক তারিখের আর্থিক বাজেটে চমক দিয়ে বাজিমাত করাকেই লক্ষ্যবস্তু করেছে। তবে আদৌ কী ঘটতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। বিরোধীরা উদগ্রীব থাকলেও এনিয়ে কোনও রকম মন্তব্য করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =