#Budget2019: গৃহঋণ থেকে আয়কর, বাজেটে কতটা মিলল ছাড়?

নয়াদিল্লি: কর্মসংস্থান থেকে লগ্নি, দেশের হাল ফেরাতে আর্থিক বৃদ্ধির লক্ষ্যপূরণ কীভাবে সম্ভব? আজ বাজেটে পেশ করে সেই দিশা দিচ্ছেন মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বছরের শুরুতেই ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় উপহার দেওয়া হয়েছিল কৃষকদের৷ এবার সেই ধারা বজায় রাখার চেষ্টা চলছে৷ বছরে ৬ হাজার টাকা করে বিশেষ সহায়তার ঘোষণা করা হয়৷

3 stocks recomended

#Budget2019: গৃহঋণ থেকে আয়কর, বাজেটে কতটা মিলল ছাড়?

নয়াদিল্লি: কর্মসংস্থান থেকে লগ্নি, দেশের হাল ফেরাতে আর্থিক বৃদ্ধির লক্ষ্যপূরণ কীভাবে সম্ভব? আজ বাজেটে পেশ করে সেই দিশা দিচ্ছেন মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বছরের শুরুতেই ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় উপহার দেওয়া হয়েছিল কৃষকদের৷ এবার সেই ধারা বজায় রাখার চেষ্টা চলছে৷

বছরে ৬ হাজার টাকা করে বিশেষ সহায়তার ঘোষণা করা হয়৷ পাশাপাশি ভারসাম্য রক্ষা করতে মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড় দেওয়া হয় বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে৷ কিন্তু এখন ভোটে বিপুলভাবে জয়ী হয়ে ফেরার পর মোদি সরকারের কাছে উভয়সঙ্কট৷ ভোটদাতাদের প্রতিশ্রুতি ও মন্দা অর্থনীতি থেকে পরিত্রাণের পথ সন্ধান এই লক্ষ্য মোদি সরকারের কাছে৷ এই দু‌ইয়ের চাপে কতটা ভারসাম্য রাখবেন অর্থমন্ত্রী? তুন কোনও আয়কর ছাড় ও করকাঠামোর পরিবর্তনের ঘোষণা করলেন নির্মলা? তাকিয়ে গোটা মধ্যবিত্ত মহল৷

শুক্রবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান,

গৃহঋণের সুদে ১.৫ লক্ষ টাকা বিশেষ ছাড় মিলবে৷ ২০২০ পর্যন্ত চালু থাকবে এই প্রকল্প৷ ঋণ করে ই-যানবাহন কিনলে সুদের উপর ১.৫ লক্ষ টাকার বিশেষ আয়কর ছাড় মিলবে৷ বার্ষিক ৪০০ কোটি টাকার লেনদেন করে এমন সংস্থাকে বছরে ২৫ শতাংশ কর দিতে হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর৷ আয়কর জমা করার ক্ষেত্রে আধার কার্ড বা প্যান কার্ড যে কোনও একটি ব্যবহার করা যাবে৷

১ লক্ষ ৫০০০ কোটি টাকা বিলগ্নিকরণের প্রস্তাব এসেছে বলেও জানান অর্থমন্ত্রী৷ আগামী ৫ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার৷ এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে বলেও জানান নির্মলা৷ অনলাইন হোম লোন, ডোর টু ডোর পরিষেবায় জোর দেওয়া হবে বলেও জানান৷ ইলেকট্রিক শক্তিতে চলা গাড়ি কিনতে আয়করে ছাড় দেওয়া হবে বলেও দেওয়া হয়েছে প্রস্তাব৷ সবে, সরাসরি আয়করে কোনও ছাড় ঘোষণা হয়নি৷ পাঁচ লক্ষ টাকা ছাড়িয়ে গেলেই আয়কর দিতে হবেও জানান অর্থমন্ত্রী৷ ৫ লক্ষ টাকার নীচে হলে আয়কর দিতে হবে না৷ শিল্পপতীদের জন্য বিশাল করছাড়ের ঘোষণা করা হয়েছে৷ ৪০০ কোটি টাকার উপরে টার্নওভার হলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

শিক্ষা ব্যবস্থা ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর৷ দেশে নতুন শিক্ষানীতি চালু করা হবে। বিদেশি পড়ুয়াদের আনতে নয়া শিক্ষানীতি চালু করা হবে৷ ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব৷ নয়া প্রকল্পের নাম ‘স্টাডি ইন ইন্ডিয়া’ ঘোষণা নির্মলা সীতারমণের৷ ন্যাশনাল স্পোর্টস এডুকেশন বোর্ড তৈরি করবে কেন্দ্র৷

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করবে কেন্দ্র, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ স্টার্ট আপদের সুবিধার জন্য নতুন টেলিভিশন চ্যানেল খুলছে কেন্দ্র৷ প্রস্তাব বাজেটে৷

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করবে কেন্দ্র, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর উপর একটি এনসাইক্লোপিডিয়া তৈরি হবে৷ তার নাম দেওয়া হয়েছে গান্ধীপিডিয়া৷ ২৫৬টি জেলায় চালানো হবে জলশক্তি অভিযান ও ডেয়ারি উৎপাদনে জোর দেওয়া হবে বলেও জানান তিনি৷

মহাকাশ গবেষণায় আরও এক নতুন সংস্থার ঘোষণা৷ মহাকাশ গবেষণায় ভারত আরও বেশি করে নিয়োজিত হচ্ছে৷ ফলে এর জন্য একটি স্বশাসিত সংস্থার গঠন জরুরি হয়ে পড়েছে বলেও জানান অর্থমন্ত্রী৷

জল শক্তি অভিযানের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দিতে বাজেটে নয়া ঘোষণা৷ দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে৷ প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করা হবে৷ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রেও অনলাইন ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হবে৷ আইনেও বদল করা হবে৷ অন্যদিকে, সাধ্যের মধ্যে বাসস্থান তৈরির ব্যবস্থাও করা হবে বলে এদিন জানান নির্মলা সীতারমণ৷ ২০২২ সালের মধ্যে নতুন ১.৮৫ কোটি বাড়ি তৈরি করা হবে, থাকবে যাবতীয় সুবিধা৷

ভারতমালা, সাগরমালা প্রকল্পের মাধ্যমে শহর থেকে গ্রামের ব্যবধান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷

২০৩০-এর মধ্যে রেলে ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ বিমান, গণমাধ্যম, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা আরও বাড়ানো নিয়ে কেন্দ্র আলোচনায় প্রস্তুত বলেও জানান অর্থমন্ত্রী৷

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বন্ডের মাধ্যমে ঋণ দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর৷ মুদ্রা যোজনায় আরও তিনটি ঋণ প্রকল্প আনা হচ্ছে বলেও জানান তিনি৷ ছোট ব্যবসায়ীদের জন্য চলতি বছরেই শুরু হবে পেনশন প্রকল্প৷

আমরা নতুন ভারতের দিকে এগোচ্ছি

মুদ্রা যোজনা মানুষের জীবন বদলে দিয়েছে

জল প্রকল্প, নদী সংস্কারে জোর দেবে সরকার

চলতি বছরেই দেশের অর্থনীতি ৩ ট্রিলিয়ন মাইলস্টোন ছোঁবে

সাহেবগঞ্জ ও হলদিয়ায় নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

গত ৫ বছরে করক্ষেত্রে প্রচুর সংস্কার হয়েছে

এক দেশ এক গ্রিড প্রকল্প চালু করা হবে

সরকারি পরিবহণে ভ্রমণের জন্য বিশেষ একটি কার্ড তৈরি করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =