#Budget2019: কৃষকদের জন্য কল্পতরু কেন্দ্র

নয়াদিল্লি: ভোট বড় বালাই, তাই ২০১৯- আর্থিক বাজেটে কৃষকদের জন্য কল্পতরু বিজেপি সরকার।কেন্দ্রীয় বাজেটে ছোট কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে সাহায্যদেওয়ার কথা ঘোষণা হল। প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু করল কেন্দ্র, এর আওতায় ২ হেক্টর পর্যন্ত জমি যাঁদের আছে তাঁদের ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। এর ফলে ১২ কোটি কৃষক উপকৃত

imagesmissing

#Budget2019: কৃষকদের জন্য কল্পতরু কেন্দ্র

নয়াদিল্লি: ভোট বড় বালাই, তাই ২০১৯- আর্থিক বাজেটে কৃষকদের জন্য কল্পতরু বিজেপি সরকার।কেন্দ্রীয় বাজেটে ছোট কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে সাহায্যদেওয়ার কথা ঘোষণা হল।  প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু করল কেন্দ্র, এর আওতায় ২ হেক্টর পর্যন্ত জমি যাঁদের আছে তাঁদের ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।

এর ফলে ১২ কোটি কৃষক উপকৃত হবেন ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা এই নতুন যোজনায়।  এর জন্য ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সরাসরি ইনকাম সাপোর্টের মাধ্যমে ভর্তুকি দেবে। ২০১৮ থেকে লাগু করার কথা জানানো হয়েছে। ফলে  প্রথম কিস্তি অতি শিগগির দেওয়া হবে। কিষাণ ক্রেডিটকার্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন কৃষকরা,একইভাবে পশুপালনের জন্য থাকছে ক্রেডিট কার্ড যেখানে দুই শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। গ্রামীণ ভারতকে উন্নত করতে চায় কেন্দ্র তাই প্রথমেই কুটির শিল্পের জন্য উদ্যোগী হতে হবে। গ্রামীণ শিল্পের পাশাপাশি এই আওতায় আসছে ছোট ও মাঝারি শিল্প গুলি। এবার এগুলি দেখভালের দায়িত্ব এবার সরকারের। স্বাস্থ্য পরিষেবাতেও আসছে জোয়াড়।

অন্যদিকে, আর্থিক সমস্যায় জর্জরিত কৃষকদের ভর্তুকির পরিবর্তে নগদে অর্থ তুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিতে ভর্তুকি তুলে দিয়ে সমস্ত ভর্তুকির টাকা একত্রিত করে কৃষকদের কাছে নগদ অর্থ পৌঁছে দিতে পারে কেন্দ্র৷ এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত খরচ হবে ৭০ হাজার কোটি টাকা৷ গত সাধারণ বাজেটে কৃষি ভর্তুকি খাতে ৭০,১০০ কোটি বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *