#Budget2019: গত বছরের কী হারে বেড়েছে কর জমা ও রিফান্ডের পরিমাণ?

গত বছরের তুলনায় ৫৩ শতাংশের বেশি আয়করদাতাকে কর ফেরত দিয়েছে আয়কর দপ্তর। মনে করা হচ্ছে, মার্চের মধ্যে ৭ কোটির বেশি রিটার্ন জমা পড়তে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, গত অর্থবর্ষে এপ্রিল-ডিসেম্বর পর্বে কী ভাবে বেড়েছে কর জমা এবং রিফান্ড রিটার্ন জমা পড়েছে ৬.২১ কোটি৷ বৃদ্ধির হার অন্তত ৪২.৮ শতাংশ৷ আমজনতার রিটার্ন, আইটিআর-১ জমা পড়েছে

imagesmissing

#Budget2019: গত বছরের কী হারে বেড়েছে কর জমা ও রিফান্ডের পরিমাণ?

গত বছরের তুলনায় ৫৩ শতাংশের বেশি আয়করদাতাকে কর ফেরত দিয়েছে আয়কর দপ্তর। মনে করা হচ্ছে, মার্চের মধ্যে ৭ কোটির বেশি রিটার্ন জমা পড়তে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, গত অর্থবর্ষে এপ্রিল-ডিসেম্বর পর্বে কী ভাবে বেড়েছে কর জমা এবং রিফান্ড

রিটার্ন জমা পড়েছে ৬.২১ কোটি৷ বৃদ্ধির হার অন্তত ৪২.৮ শতাংশ৷

আমজনতার রিটার্ন, আইটিআর-১ জমা পড়েছে ৩ কোটি৷

রিফান্ড ইস্যু করা হয়েছে ২.৪ কোটি আয়করদাতাকে৷ বৃদ্ধির হার অন্তত ৫৩ শতাংশ৷

আয়কর রিফান্ড দেওয়া হয়েছে ১.৩১ লক্ষ কোটি, গত বছরের থেকে ১৭.০২ শতাংশ বেশি

নিট আদায় ৭.৪৩ লক্ষ কোটি৷ বৃদ্ধির হার ১৩.৬২ শতাংশ৷

নিট আদায় বাজেট লক্ষ্যমাত্রা ১১.৫০ লক্ষ কোটি টাকার, ৬৪.৭ শতাংশ৷

অগ্রিম কর আদায় ১৪.৫ শতাংশ বেড়ে হয়েছে ৩.৬৪ লক্ষ কোটি৷

মোট কর্পোরেট আয়কর নিট আদায় বেড়েছে ১৬ শতাংশ৷

আয়কর আদায় বৃদ্ধি ১৭.২ শতাংশ, নিট আদায় বেড়েছে ১৪.৮ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *