জীবনবীমায় এবার পাবেন অনেক বেশি রিটার্ন! কীভাবে?

নয়াদিল্লি: বাজেটের পর জীবন বিমায় এবার পাবেন অনেক বেশি রিটার্ন৷ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের প্রস্তাবে সরকার ৷ বিভিন্ন ধরনের পেমেন্টের উপর টিডিএস (TDS)-র হার ৫ শতাংশ…

নয়াদিল্লি: বাজেটের পর জীবন বিমায় এবার পাবেন অনেক বেশি রিটার্ন৷ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের প্রস্তাবে সরকার ৷ বিভিন্ন ধরনের পেমেন্টের উপর টিডিএস (TDS)-র হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে৷ টিডিএসের হারে এই বদলে প্রত্যক্ষ সুবিধা পাওয়া যাবে বিভিন্ন জীবন বিমার রিটার্নে৷

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, আয়কর আইনের ১৯৪ডি (194D) ধারা অনুযায়ী এবার থেকে বিমা কমিশন পেমেন্টে ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ টিডিএস কাটা হবে৷ ১ এপ্রিল, ২০২৫ থেকে নতুন বিধান কার্যকর হবে৷ এর ফলে বিমা এজেন্টরা ৩ শতাংশ বেশি অর্থ পাবেন টিডিএসের হার কমায় সুবিধা পাবেন বিমাকারীরাও৷ বিমাকারী এখন বিমার মেয়াদপূর্তিতে ৩ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যা আগে ট্যাক্স রিটার্ন দাখিল করার পরে দেওয়া হত৷ আগামী ১ অক্টোবর থেকেই এই সুবিধা পাওয়া শুরু হবে৷