বাজেটের আগে ‘হালুয়া’ তে মিষ্টিমুখ! কেমন রীতি?

দিল্লি: ২০২৪ বাজেট পর্বের সূচনা। বাজেটের আগে ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন এই রীতি? হালুয়া অনুষ্ঠান হল একটি প্রথাগত রীতি যাতে ঐতিহ্যবাহী…

দিল্লি: ২০২৪ বাজেট পর্বের সূচনা। বাজেটের আগে ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন এই রীতি?

হালুয়া অনুষ্ঠান হল একটি প্রথাগত রীতি যাতে ঐতিহ্যবাহী মিষ্টি ‘হালুয়া’ প্রস্তুত করা হয় এবং বাজেট তৈরির সঙ্গে জড়িত অর্থ মন্ত্রকের কর্মী ও কর্মচারীদের পরিবেশন করা হয়। এটা নর্থ ব্লকের বেসমেন্টে হয়, যেখানে অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রস্তুতি পর্যালোচনা করেন অর্থমন্ত্রী।

হাতে রয়েছে আর কয়েকটা দিন। ২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মঙ্গলবারই হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নর্থ ব্লকের কর্মীদের সঙ্গে ‘হালুয়া’ অনুষ্ঠানে উপস্থিত থেকে বাজেট পর্বের সূচনা করে দিলেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় লোহার পাত্র থেকে মন্ত্রকের কর্মীদের হলুয়া বিতরণ করেন। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সহ সচিব, আধিকারিক এবং বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।