#Budget2022: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে নয়া প্রকল্প

#Budget2022: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে নয়া প্রকল্প

3 stocks recomended

নয়াদিল্লি: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সঙ্গে রয়েছে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দুয়ারে অস্বস্তি বাড়িয়ে রেখেছে করোনা৷ রয়েছে পাঁচ রাজ্যের ভোট৷ এই আবহে  বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

২০২২-২৩ সালের এই বাজেট মোদি সরকারের কাছে সব থেকে বড়  চ্যালেঞ্জের৷ কারণ, টানা দু’বছর করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি,  জীবন-জীবিকায় প্রভাব৷ শিক্ষা, স্বাস্থ্যও মুখ থুবড়ে পড়েছে৷  এই পরিস্থিতিতে ভারসাম্যের বাজেট প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
 

এদিন অর্থমন্ত্রী জানান, পরিষেবা খাতে দেশে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে৷ ১০০ গতিশক্তি কার্গো টার্মিনাল করা হবে বলেও জানান অর্থমন্ত্রী৷ দেশজুড়ে ৫টি নদীকে জুড়তে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও বাজেটে আশ্বাস দেন নির্মলা।এমএসএমই-তে বাড়তি ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব দেন অর্থমন্ত্রী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও এদিন বাজেট প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।

সংসদে চতুর্থবার কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সব থেকে বেশি জোর দেন পিপিপি মডেলের উপর৷ এদিন অর্থমন্ত্রী জানান, বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটির বিনিয়োগ করা হবে বলেও জানান নির্মলা সীতারমন৷ ২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার সড়ক প্রসারিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।  জীবন বিমা শেয়ার বাজারে ছাড়ার বিষয়েও প্রস্তাব দেন অর্থমন্ত্রী৷ বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও৷ রেলে পিপিপি মডেলে জোর দেওয়া হবে৷ আত্মনির্ভর ভারত গড়া আমাদের লক্ষ্য৷  আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি৷ আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি৷

ভারত ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে৷ গরিবদের জীবনে বদল আনা হচ্ছে৷ দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে৷ ৬০ লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই কেন্দ্রের লক্ষ্য বলেও জানান অর্থমন্ত্রী৷ জোর দেওয়া হবে পরিকাঠামো উন্নয়নে৷ ২০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবও দেন অর্থমন্ত্রী৷ বাজেটে আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =