বাজেট ২০২১: স্বাস্থ্যখাতে ১৩৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধির ঘোষণা

বাজেট ২০২১: স্বাস্থ্যখাতে ১৩৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধির ঘোষণা

নয়াদিল্লি:  করোনার অতিমারির আবহে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ শুরুতেই দিলেন আত্মনির্ভ ভারতের প্রতিশ্রুতি৷ বাজটে প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গোটা দেশজুড়ে ৮০ কোটি মানুষকে নিরখচায় রেশন দেওয়া হয়েছে৷ করোনা টিকা নিয়েও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ আজ বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রেও বড় ঘোষণা করেন নির্মলা৷ জানান, আগামী দিনে আর ২টি টিকা বাজারে চলে আসবে৷ ১০০টি দেশে টিকা বিক্রি করবে সরকার৷ 

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ আগামী ৬ বছরে এটি খরচ হবে বলেও জানান তিনি৷  স্বাস্থ্যখাতে ১৩৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করেন নির্মলা সীতারমণ৷করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান নির্মলা সীতারমণ৷ স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন নির্মলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *