বাজেট ২০২১: আয়করে কতটা ছাড়? কী উপহার দিলেন অর্থমন্ত্রী?

বাজেট ২০২১: আয়করে কতটা ছাড়? কী উপহার দিলেন অর্থমন্ত্রী?

 

নয়াদিল্লি:  করোনার অতিমারির আবহে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ শুরুতেই দিলেন আত্মনির্ভ ভারতের প্রতিশ্রুতি৷ বাজটে প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গোটা দেশজুড়ে ৮০ কোটি মানুষকে নিরখচায় রেশন দেওয়া হয়েছে৷ করোনা টিকা নিয়েও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ আজ বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রেও বড় ঘোষণা করেন নির্মলা৷ জানান, আগামী দিনে আর ২টি টিকা বাজারে চলে আসবে৷ ১০০টি দেশে টিকা বিক্রি করবে সরকার৷ রাষ্ট্রতত্ত্ব সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী৷ প্রবীণদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়ার বিষয়ে বাজেটে প্রস্তাব দিয়েছেন সীতারামন৷ তবে, সাধারণের আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়েছে? 

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ আগামী ৬ বছরে এটি খরচ হবে বলেও জানান তিনি৷  স্বাস্থ্যখাতে ১৩৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করেন নির্মলা সীতারমণ৷করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান নির্মলা সীতারমণ৷ স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন নির্মলা৷  বাংলার জন্য বড় বাজেট বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা সংস্কার  জন্য বাজেট বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী৷ ৬৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের ঘোষণা করেছেন নির্মলা৷ বাংলায়  ৬৭৫ কিমি রাস্তা তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি৷ বাংলার জাতীয় সড়কের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ বেশকয়েকটি বাণিজ্যিক পথ নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে জাতীয় পরিকাঠামো পাইপলাইন ২৩৭টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে হয়েছে জানান নির্মলা৷ খড়গপুর থেকে বিজয়ওয়াড়ায় নতুন ফ্রেইট করিডর ও গোনো থেকে ডানকুনিতে নতুন ফ্রেইট করিডর নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক সংস্কার হবে বলেও জানিয়েছেন নির্মলা৷  এদিন রেলের জন্য ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেথেন নির্মলা সীতারমণ৷ জাতীয় রেল প্ল্যান তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ মেট্রো লাইট, মেট্রো নিউ নামের দুটি প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ পর্যটকদের জন্য বিশেষ কোচ তৈরির ঘোষণা করেছেন নির্মলা৷  

রাষ্ট্রতত্ত্ব সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী৷ আজ বাজেট ঘোষণা করে ইনস্যুরেন্স কোম্পানিতে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ আগে ছিল ৪৯ শতাংশ৷ আইডিবিআই ব্যাঙ্কের সঙ্গে রাষ্ট্রতত্ত্ব বিমা সংস্থার সংযুক্তিকরণ করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ বাজারে আরও বেশি LIC-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা ঘরে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র৷ দুর্বল ব্যাঙ্কের জন্য তহবিল বাড়ানোর ঘোষণা করা হয়েছে৷ সরকারি সম্পত্তি পুনর্বিন্যাসের জন্য নতুন সংস্থা তৈরি হবে৷ অলাভজনক সম্পত্তি ফেলে রাখা যাবে না বলেও জানিয়েছেন তিনি৷

প্রবীণদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়ার বাজেট প্রস্তাব দিয়েছেন সীতারামন৷ জানিয়েছেন, ৭৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ইন্টারেস্ট ইনকামের উপর সম্পূর্ণ ছাড়৷ এছাড়াও ক্ষুদ্র করদাতাদের উপর থেকে করের বোঝা কমানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ প্রবীণ নাগরিকদের জন্য করের ক্ষেত্রে ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে৷ প্রত্যক্ষ করের সুবিধা দেওয়া হয়েছে৷ ৭৫ বছর ও তাঁর উর্ধ্বে প্রবীণদের জন্য আয়কর রিটার্ন ফাইল না করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র পেনশন এবং সুদের উপর নির্ভর করা প্রবীণরা৷ তবে, এখানেও থাকছে প্রশ্ন৷ কেননা, এই মুহূর্তে টিডিএস কেটে সুদ পেয়ে থাকেন প্রবীণ ব্যক্তিরা৷ ফলে, সেই টিডিএস সংগ্রহ করতে গেলে প্রবীণ নাগরিকদের আয়কর দাখিল করতে হবে৷ ফলে, শেষ বয়সে এসেও কেটে নেওয়া টিডিএস পেতে ফাইল করতেই হবে প্রবীণ নাগরিকদের৷ 

প্রবীণদের জন্য কিছু ছাড়া মিললেও বাজেট ২০২১-২২ অর্থবর্ষের সাধারণ আয়কর দাতাদের জন্য তেমন কোনও ঘোষণা করা হয়নি৷ ফলে, ২.৫ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ ও শর্ত সাপেক্ষে ০ শতাংশ, আগের হার কার্যকর রয়েছে৷ আগের মতো বছরে ২.৫ থেকে ৫ লক্ষ টাকা সাশ্রয় থাকছে৷ গৃহ ঋণের সুদ ১.৫ লক্ষ পর্যন্ত করমুক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই সুবিধা মিলবে বলেও জানিয়েছেন নির্মলা৷ শেয়ার ডিভিডেন্ডে TDS কাটা হবে না৷ কাঁচামালের কাস্টমস ডিউটি কমানো হচ্ছে বলেও জানান তিনি৷ জিএসটিকে খাতে রেকর্ড কালেকশন হয়েছে৷ ব্যবসায়ীদের জন্য বেশকিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ জানিয়েছেন, ৫ থেকে ১০ কোটি বার্ষিক লেনদেন সংস্থাকে ডিজিটাল অডিট করাতে হবে৷ 

লকডাউনের জেরে দীর্ঘ ১ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ৷ চমর সমস্যায় দেশের কোটি কোটি পড়ুয়া৷ আর পরিস্থিতিতে দেশের নতুন শিক্ষানীতির প্রশংসা ও বেশ কিছু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যাল নির্মাণের ঘোষণা করে কার্যত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় দিলেন না অর্থমন্ত্রী৷ শুধু জানিয়েছেন, নতুন শিক্ষানীতি দেশে বিরাট পরিবর্তন আনবে৷  জানান, আদিবাসী এলাকায় ৭৮৫টি নতুন স্কুল তৈরি করা হবে৷ উদ্বৃত্ত জমি রাজ্যগুলিকে বিক্রি করার জন্য বলা হয়েছে৷ উচ্চশিক্ষা কমিশন তৈরি করা হবে বলে জানান নির্মলা সীতারমণ৷ এদিন অর্থমন্ত্রী জানান, ইতিহাসে প্রথমবার ডিজিটালি জনগণনা হবে দেশে৷ জানান, ভারতের ইতিহাসে এই প্রথম, গোটা দেশজুড়ে ডিজিটাল জনগণনা করা হবে৷ এই কাজে ৭ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ 

আজ বাজেট প্রস্তাবে রাজকোষ বিপুল ঘাটতির পূর্বাভাস দেন অর্থমন্ত্রী৷ জানান,  চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ হতে পারে৷ সেই ঘাটতি কমানোর নানান উপায় নিতে হবে৷ তারপরও ৮০,০০০ কোটি টাকা আরও লাগবে৷ আর সেই কারণে আগামী দু’মাসে বাজার থেকে টাকা তোলার চেষ্টা করা হচ্ছে৷ আগামী অর্থমন্ত্রী ২০২১-২২ সালে রাজকোষ ঘাটতি ৬.৮ শতাংশ হবে৷ ২০২৫-২৬ সালের মধ্যে রাজকোষ ঘাটতি ৪.৫ শতাংশে বেঁধে রাখার উপর জোর দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *