নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই নয়া বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতিকে ফের একবার চাঙ্গা করতে চমকপ্রদক ঘোষণা করলেন তিনি। বাজেটের শুরুতেই দিলেন আত্মনির্ভর ভারতের প্রতিশ্রুতি। স্বাস্থ্যখাতে বরাদ্দ করলেন ১৩৭ শতাংশ। করোনা টিকা নিয়েও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
গত এক বছরে করোনা অতিমারীর কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল ভারতের অর্থনীতি। সেখানেই নয়া বাজেট পেশ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা কেন্দ্রীয় সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আর তাই সড়ক, রেল, আইটি-এর পাশাপাশি স্বাস্থ্যখাতেও নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ছয় বছর ধরে নতুন প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত যোজনা চালু করার কথা বলেছেন তিনি। দেশজুড়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে মজবুত করার জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪,১৮০ কোটি টাকা। পুনরুজ্জীবিত করা হবে ১৭,০০০ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং ১১,০০০ শহুরে স্বাস্থ্যকেন্দ্রকে। একই সঙ্গে চলবে জাতীয় স্বাস্থ্য মিশনের কাজও।
স্বাস্থ্যখাতে ১৩৭ শতাংশ বরাদ্দ করার ঘোষণা করলেন নির্মলা সীতারামন। সোমবার সংসদে স্বাস্থ্যখাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বড় ঘোষণা করেছেন করোনা টিকা নিয়েও। তিনি জানিয়েছেন, আগামী দিনে আরও দুটি নতুন করোনা টিকা ভারতের বাজারে চলে আসবে। আর সেই জন্য প্রতিষেধকের খাতে বরাদ্দ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকাও। নির্মলা এও জানিয়েছেন, ১০০টি দেশকে টিকা বিক্রি করবে ভারত।