নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০১৯-২০র অর্থবর্ষের আর্থিক সমীক্ষা পেশ করেছেন৷ সমীক্ষা পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সহজে ভারতে ব্যবস্য করার জন্য বিশ্বে ৭৯ ধাপ উঠে এসেছে৷ ২০১৪ সালে ভারতের স্থান যেখানে ১৪২ ছিল৷ ২০১৯ সালে ৬৩ নম্বরে দাঁড়িয়েছে৷ ১০টি মাপকাঠির মধ্যে ৭টি ক্ষেত্রেই উন্নতি করতে পেরেছে ভারত৷
পণ্য পরিষেবা কর চালু ও ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি আইনের সংস্কারের ফলে ভারতের এই সাফল্য বলেও দাবি করেছেন তিনি৷ সহজে ব্যবসার শুরু করার জন্য ভারতের স্থান ১৩৬ নম্বরে৷ সম্পত্তি নথিভুক্তিকরণে ১৫৪ নম্বরে ভারত৷ কর প্রদানে ১১৫ নম্বর স্থানে৷ চুক্তি রূপায়ণ ১৬৩ নম্বরে ভারত উঠে এসেছে৷ ভারতে বাণিজ্য স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতিগত সংখ্যা গত ১০ বছরে কমানো হয়েছে৷ এখন গড়ে মাত্র ১৮ দিনের মধ্যেই ভারতে বাণিজ্য প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে৷
নির্মাণ ছাড়: ভারতে বিগত ৫ বছরে নির্মাণ ছড়পত্র পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে৷
সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য: ডিজিটাল ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া ও বিভিন্ন সংস্থাকে এক ছাতার তলায় আনার ফলে সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যের জন্য নথিপত্র সরাসরি দেখানোর প্রয়োজনীয়তা কমেছে৷