বাজেট ২০২০: প্রতিবাদের নামে তাণ্ডবের বিরুদ্ধে কড়া অবস্থান রাষ্ট্রপতির

বাজেট ২০২০: প্রতিবাদের নামে তাণ্ডবের বিরুদ্ধে কড়া অবস্থান রাষ্ট্রপতির

imagesmissing

নয়াদিল্লি: সংসদে বাজেট পেশ হওয়ার আগে যৌথ অধিবেশনে বেশ কিছু বিষয়ের ওপর ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ উল্লেখযোগ্যভাবে তাঁর ভাষণে উঠেছেন বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম৷ একইসঙ্গে নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডবের বিরুদ্ধেও সরব হয়েছেন রাষ্ট্রপতি৷

জানিয়েছেন, আন্দোলনের নামে হিংসা, সরকারি নষ্ট করা হয়েছে৷ এটা কখনই মেনে নেওয়া যায় না৷ ভাষণে রাষ্ট্রপতি বলেন, আন্দোলনের নামে হিংসা আজ দেশের মনোবল নষ্ট করে দিয়েছে৷ সংবিধান দেশের নাগরিকদের কর্তব্য বোধ নির্দিষ্ট করেছে৷ সেগুলি নিয়ে আলোচনা বিতর্ক হওয়া প্রয়োজন৷ তাহলেই গণতন্ত্রকে মজবুত হবে৷ 

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, এই দশক খুবই গুরুত্বপূর্ণ৷ নয়া ভারতের উন্নয়নে জোর দেওয়া উচিত৷  এই সরকার সংসদে একাধিক ঐতিহাসিক আইন কার্যকর করেছে৷ অযোধ্যা রায়ের পর দেশবাসীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান তিনি৷ 

আজ লোকসভায় সেন্ট্রাল হলে বাজেট ভাষণে রাষ্ট্রপতি তাঁর ভাষণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মন্তব্য উল্লেখ করেন৷ শ্যামাপ্রসাদকে উল্লেখ করে ঐক্যবদ্ধ ভারতের কথা জানান তিনি৷ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার কারণে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে৷ জম্মু-কাশ্মীর লাদাখের মানুষ তাঁদের ন্যায্য অধিকার পেয়েছেন৷ দেশের উন্নয়নযজ্ঞে কাশ্মীর সামিল হয়েছে৷ এখন জম্মু-কাশ্মীরের মানুষ কেন্দ্র সরকারের সুবিধা পাচ্ছেন৷ আমরা ভারতীয় হিসেবে দেশের স্বপ্ন পূরণ করব৷ গত কয়েক বছরে ঐতিহাসিক আঅইন পাস করেছে কেন্দ্র৷ এই সরকারের আমলে আলোচনা-বিতর্ক হয়েছে৷ আজ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে৷ উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে নজর দিয়েছে রাজ্য সরকার৷

এদিন রাষ্ট্রপতি বলেন, বাংলা অন্যতম প্রাণপুরুষ জহরলাল নেহেরুর নেতৃত্বে সরকারের উদ্যোগমন্ত্রী থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভায় বলেছিলেন, এক গণতান্ত্রিক দেশে নাগরিকত্বের জন্য সবার সমান অধিকার থাকা উচিত৷ কেন ভারপতের মূল ভূখণ্ডের অধিকার পাবে না জম্মু-কাশ্মীরের বাসিন্দারা? এই সরকার তাদেরকে সেই সুবিধা দিয়েছে৷ আজ সাত দশক পর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *