বাজেট ২০২০: ‘ডাল লেকে ফুটেছে পদ্ম’, কাশ্মীরি কবিতা নির্মলার

বাজেট ২০২০: ‘ডাল লেকে ফুটেছে পদ্ম’, কাশ্মীরি কবিতা নির্মলার

3 stocks recomended

নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারলেন নির্মলা? 

একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অর্থবাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রী তাঁর বাজেট নথি লালসালুতে মোড়া খাতা খোলেন৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি খুলে সংসদের একের পর এক বার্তা অর্থমন্ত্রীর নির্মলার৷ 

এদিন বাজেট শুরু আগে আয়-ব্যায়ের হিসাব দেন নির্মলা৷ বলেন, দেশের আয় বেড়েছে৷ ৪০ কোটি কর দাতার মধ্যে ৬০ লক্ষ করদাতা নতুন তালিকায় যুক্ত হয়েছেন৷ দু’বছরে নতুন করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখে৷ ৮০-র দশকে বৃদ্ধির তুলায়ান বর্তমানে বৃদ্ধির হার বেড়েছে ৭ শতাংশের বেশি৷ গরিবারে হাতে টাকা বেশি মাত্রায় পৌঁছে দিয়েছে কেন্দ্র৷ ভর্তুকিতে দুর্নীতি কমেছে৷  এই মুহূর্তে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ৷

এদিন কাশ্মীরি কবি দীননাথ কয়ালের লেখা কবিতা পাঠ করেন অর্থমন্ত্রী৷ ‘আমাদের দেশ সেরা৷  ডাল লেকে ফুটেছে পদ্ম..’ অর্থমন্ত্রীর কবিতা শুনে টেবিল চাপড়ে সমর্থন বিজেপি সাংসদদের৷

বলেন, অর্থনীতি বৃদ্ধিতে নজর দেওয়া হয়েছে৷ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মোদি সরকার৷ বিরাট জনাদেশ নিয়ে কেন্দ্র ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার শিল্প-বাণিজ্য নীতিতে জোর দিচ্ছে৷ সরকার রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রা মধ্যে রাখার চেষ্টাকরচ্ছে৷ অর্থনীতির চাঙ্গা জন্য মোদি সরকার গুরুত্ব দিচ্ছে৷ দেশের মানুষের জন্য আমরা সেবার উপর জোর দিচ্ছি৷ কেন্দ্র সঠিক পথে এগোচ্ছে৷ নারী নিরাপত্তায় গুরুত্ব বেড়েছে৷ জিএসটির ফলে আয় বেড়েছে৷ জিএসটির ফলে কমেছে করের বোঝা৷ শুধু রাজনীতির জন্য দেশের অর্থনীতির চাকা থমকে গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =