বাজেট ২০২০: রেকর্ড হারে বাড়ল সোনা ও রুপোর দর

বাজেট ২০২০: রেকর্ড হারে বাড়ল সোনা ও রুপোর দর

imagesmissing

কলকাতা: সদ্য পড়েছে বিয়ের মাস৷ মাঘ মাসকে সামনে রেখে নতুন ভাবে সংসার তৈরির স্বপ্ন দেখছে কয়েক হাজার তরুণ-তরুণী৷ কিন্তু তাঁদের সেই স্বপ্নে কিছুটা হলেও বাধা তৈরি করল সোনা-রুপোর দাম৷

মাস শেষে বাজার দর বলছে, চলত মরশুমে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সোনা ও রুপোর মূল্য৷ বাজারদর বলছে, আজ দিনের শেষে সোনার দাম বেড়েছে প্রতি দশ গ্রামে ১৩৩ টাকা৷ একই সঙ্গে রুপোর প্রতি কেজিতে দাম বেড়েছে ২৩৮ টাকা৷ সব মিলিয়ে এই মুহূর্তে সোনার দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম প্রতি ৪১ হাজার ২৯২ টাকা৷ রুপোর দাম বেড়েছে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২২২ টাকা৷ চলতি মরশুমে এটাই সোনার সর্বোচ্চ দাম বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷ বাজেট পেশের আগে সোনার দাম চড়া হওয়ায় নতুন করে টালমাটাল বাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *