বাজেট ২০২০# নাগরিক আইন তৈরি করে গান্ধীজিকে মর্যাদা দিয়েছে কেন্দ্র: রাষ্ট্রপতি

বাজেট ২০২০# নাগরিক আইন তৈরি করে গান্ধীজিকে মর্যাদা দিয়েছে কেন্দ্র: রাষ্ট্রপতি

3 stocks recomended

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশের আগে দেশের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিংবা বিনামূল্যে গ্যাস পরিষেবা দেওয়ার ও নাগরিক আইনের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের দরাজ সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি৷

আজ সেন্ট্রাল হলে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানিয়েছেন, একাধিক পদক্ষেপের কারণে আজ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত উপরে উঠে এসেছে৷ ৮ কোটি গরিব মানুষকে বিনামূল্যে পরিষেবা দিয়েছে কেন্দ্র৷ রান্নার গ্যাস সরবরাহ করা হয়েছে৷ সাত দশক পর জম্মু কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে৷ জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ দেশের বাকি মানুষদের মতোই এখন সুবিধা পাচ্ছেন৷ দেশের উন্নয়নযজ্ঞে জম্মু-কাশ্মীর এখন জুড়ে গিয়েছে৷ জম্মু-কাশ্মীরের উন্নয়নে আমার সরকারের প্রধান লক্ষ্য৷ এখন জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ সরকারের সমস্ত প্রকল্প পাচ্ছেন৷ আমার সরকার রেকর্ড সময়ের মধ্যে কাতারপুর করিডোর তৈরি করেছে৷ উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে সরকার বিশেষভাবে নজর দিয়েছে৷ রেল, সড়ক বিমান যোগাযোগ ব্যবস্থায় এসেছে প্রভূত উন্নতি৷ উত্তর-পূর্বে শান্তি স্থাপনে সম্প্রতি বোড়ো সংগঠনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছে৷ আদিবাসীদের উন্নয়নের স্বার্থে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷

নাগরিক আইন প্রসঙ্গে রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানিয়েছেন,  দেশভাগের সময় গান্ধীজি পাক সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন৷ আমার সরকার সংশোধিত নাগরিক আইন তৈরি করে গান্ধীজির সেই ইচ্ছের মর্যাদা দিয়েছে৷ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সরকার কোনও ভেদাভেদ করবে না৷ আমাদের সংবিধান নাগরিকদের কর্তব্যবোধ নির্দিষ্ট করে দিয়েছে৷ গত সাত মাস সংসদ কাজের নতুন মানদন্ড তৈরি করেছে৷ আমার সরকার মুসলিম মহিলাদের জন্য তিন তালাক বিরোধী আইন পাশ করেছে৷ এ ছাড়াও একাধিক ঐতিহাসিক আইন পাস করেছে৷ আমার সরকার আলোচনা-বিতর্ক গণতন্ত্রকে মজবুত করে বলে মনে করে৷ যে কোন বিষয়ে সরকার চাই আলোচনা৷ কিন্তু আন্দোলনের নামে হিংসা দেশের মনোবল নষ্ট করে দেয়৷

রাষ্ট্রপতি বলেন, গ্রামীণ অর্থনীতি মজবুত করার জন্য আগামী দিনে ২৫ লক্ষ কোটি টাকা খরচ করা হবে৷ কৃষকদের ফসলের অন্যতম সহায়ক মূল্য দ্বিগুণ করার চেষ্টা করা হচ্ছে৷ সরকার পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করতে বদ্ধপরিকর৷ আগের তুলনায় ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বেড়েছে৷ চলতি অর্থবর্ষে অধিকাংশ সরকারি ব্যাংক মুনাফা বেড়েছে৷ এই দশকের জন্য ভারতের খুবই গুরুত্বপূর্ণ৷ আমার সরকার এই দশকে ভারতের সেরা দর্শক হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ৷ ভারতবাসীর সব স্বপ্ন পূরণ করবে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =